ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়র মহম্মদ রিজওয়ান। শুরুটা খুব একটা ভাল না হলেও ওপেনার উইল ইয়ং ও টম ল্যাথামের ১১৮ রানেপ দুরন্ত পার্টনারশিপে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড সেঞ্চুরি করেন দুজনেই। ১০৭ রানের ইনিংস খেলেন উইল ইয়ং ও ১১৮ রানের ইনিংস খেলেন টম ল্যাথাম। শেষের দিকে ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করে নিউজিল্যান্ড।
advertisement
৩২১ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একদিক থেকে বাবর আজম দাঁড়িয়ে থাকলেও সঙ্গ পাননি তিনি। স্লো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন বাবর। ৯০ বলে ৬৪ করে আউট হন তিনি। পরের দিকে সালমান আলি আগা ২৮ বলে ৪২ ও লোয়ার অর্ডারে খুশদিল শাহ ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুনঃ IND vs BAN: এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত! বিরাট কোহলি দিলেন তোলপার করা তথ্য!
শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬০ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন উইল ও রর্ক এবং মিচেল স্যান্টনার। এই হারের ফলে প্রতিযোগিতায় শুরুতেই জোর ধাক্কা খেল আয়োজক পাকিস্তান। ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে হারলেই কার্যত বিদায় ঘণ্টা বেজে যাবে বাবর-শাহিনদের।