TRENDING:

৯০- এর 'বিরাট কোহলি' আজ যেন ৭৫ বছরের বুড়ো! বিনোদ কাম্বলির সব শেষ করল এই জিনিস

Last Updated:

Vinod Kambli- বিনোদ কাম্বলির কেরিয়ারের গ্রাফ যত দ্রুত উপরে উঠেছিল, ততই তাড়াতাড়ি নিচে নেমে এসেছে। মদের নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রীও কাম্বলির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ যে রাজা, কাল সে ফকির! এই প্রবাদ যেন একেবারে সঠিক ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্য। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। সম্প্রতি তাঁর একটি ভিডিও সামনে এসেছে, তার পর কাম্বলির স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে।
News18
News18
advertisement

এখন একটা বিষয় সকলের জানা যে বিনোদ কাম্বলি প্রচুর পরিমাণে মদ্যপান করতেন, এই অভ্যেস তাঁর কেরিয়ারও নষ্ট করে দিয়েছিল। কাম্বলির শরীর আজ প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এক সময় তাঁর ফিটনেস ছিল দেখার মতো। অনেকে তো তাঁকে এখন ৯০-এর বিরাট কোহলিও বলেছেন।

আরও পড়ুন- অ্যালকোহল শেষ করে দিল জীবন! এবার সচিনকে নিয়ে মারাত্মক অভিযোগ বিনোদ কাম্বলির

advertisement

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, সেখানে বিনোদ কাম্বলিকে একটি পণ্যের বিজ্ঞাপন করতে দেখা যায়। এই ভিডিওতে বিনোদ কাম্বলিকে দুর্দান্ত ফিট দেখাচ্ছে। ভিডিওতে তাঁর শরীর দেখাচ্ছে মেদহীন, ঝরঝরে। ভিডিও বেশ পুরনো, সেই সময় বিনোদ কাম্বলি যুবক ছিলেন। দেখলে মনে হয় আজকের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকেও ফিটনেসের দিক থেকে চ্যালেঞ্জ করতে পারতেন তিনি।

advertisement

বিনোদ কাম্বলির কেরিয়ারের গ্রাফ যত দ্রুত উপরে উঠেছিল, ততই তাড়াতাড়ি নিচে নেমে এসেছে। মদের নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রীও কাম্বলির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন। যদিও কয়েকদিন আগে দেওয়া সাক্ষাৎকারে মাদকাসক্তির কারণে নিজের জীবন নষ্ট করার কথা স্বীকার করেছিলেন কাম্বলি। তিনি বলেন, এখন তিনি সব কিছু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।

advertisement

আরও পড়ুন- শুভমানের সঙ্গে সচিনের মেয়ের প্রেমে সিলমোহর! শনিবার সারা যা করলেন, অবাক কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কাম্বলি ভারতের হয়ে মোট ১৭টি টেস্ট এবং ১০৪টি ওডিআই ম্যাচ খেলেছেন। তিনি যথাক্রমে ১০৮৪ এবং ২৪৭৭ রান করেন। টেস্ট ক্রিকেটে তাঁর নামের পাশে ২টি ডাবল সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতেও করেছেন ২টি সেঞ্চুরি। বিনোদ কাম্বলির জীবন কাটছে বিসিসিআই পেনশনে। এ ছাড়া তার অর্থের কোনও উপার্জনের উৎস নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
৯০- এর 'বিরাট কোহলি' আজ যেন ৭৫ বছরের বুড়ো! বিনোদ কাম্বলির সব শেষ করল এই জিনিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল