তাঁর জায়গায় টেস্টে দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। তবে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে জায়গা পাননি এই ডানহাতি ওপেনার। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন ঋষভ পন্থও। হার্দিককে অধিনায়ক করার মধ্যে দিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন, তাঁরা সামনের দিকে তাকাতে চান।
আরও পড়ুন - ধোনির মেয়ের জন্য অটোগ্রাফ করা জার্সি পাঠালেন লিও মেসি! আনন্দে পাগল জিভা
advertisement
তাই টি-২০ ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। তবে একদিনের সিরিজে নেতৃত্বে থাকছেন রোহিত শর্মাই। বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন। তাঁর ডেপুটির দায়িত্ব সামলাবেন হার্দিক।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে আইপিএলে বিপুল দর পেয়েছিলেন বাংলার মুকেশ কুমার। এবার টি-২০ স্কোয়াডেও জায়গা করে নিলেন তিনি। একদিনের সিরিজে দলে ফিরেছেন মহম্মদ সামি। পাশাপাশি দুই ফরম্যাটেই দলে জায়গা ধরে রেখেছেন উমরান মালিক।
ঘোষিত টি-২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হার্শল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
ঘোষিত একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজব্দ্রে চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।