সুখের সংসার ছিল তাঁদের। তবে সেই সংসার এখন অতীত। জল্পনা, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর তিনি এবার সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। পরে জানা যায়,
হার্দিক পান্ডিয়া নাকি প্রেম করছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে! সেই মডেলের বয়স মাত্র ২৪। এই তরুণী কে? তা নিয়ে এখন অনেকের আগ্রহ প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর তিনি কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনায় ছিলেন মেধাবী। হঠাৎ করেই মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের জল্পনা ছড়িয়েছে।
advertisement
তাঁদের নিয়ে চর্চা চললেও হার্দিক বা মাহিকা কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। রটনার পরে এই প্রথম উভয়কে এত কাছাকাছি দেখা গেল। অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে।