প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা হাড্ডাহাড্ডি লড়াই করে সফলতা অর্জন করে। এই ১৫ জন প্রতিযোগীর ৯-টি সোনা, ৪-টি রূপো ও ২-টি ব্রোঞ্জ পদক জিতেছে। এ বিষয়ে ঝালদার মানভূম তাইকোন্ড অ্যাকাডেমির কোচ রেহাল চন্দ্র জানান, ঝালদা থেকে ১৫ জন প্রতিযোগী তাইকোন্ড প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেখানে তারা দুর্দান্ত সফলতা অর্জন করে।
এই ১৫ জন প্রতিযোগীর মধ্যে ৯-জন সোনা, ৪-জন রূপো ও ২-জন ব্রোঞ্জ পদক জিতেছে। এতে তারা খুবই খুশি। এছাড়াও তিনি আরও বলেন, আগামী দিনে প্রতিযোগিতা আরও ভাল করে নিজেদের উপস্থাপিত করবে। পুরুলিয়ার জন্য তারা আরও অনেক সোনা নিয়ে আসবে। আগামী দিনে তাদের লক্ষ্য অলিম্পিকের মঞ্চ কাঁপান।
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: একসঙ্গে মোট ৫টি বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর! আগামীর মহাতারকা ১৪-র ‘ওয়ান্ডার বয়’
প্রতিযোগীদের এই অভাবনীয় সাফল্যে খুশি গোটা ঝালদা। প্রতিযোগীদের এই কৃতিত্ব ঝালদার ক্রীড়াজগতে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। পুরুলিয়ার যে কোনও অংশেই পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করে দিয়েছে এই জেলার ছেলে-মেয়েরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি





