জন্টি রোডসের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ক্রিকেটার, ঘটালেন অবাক কাণ্ড!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricketer Vignesh Puthur Breaks Jonty Rhodes World Record: কেরালার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকেই ইতিহাস গড়লেন ২৪ বছর বয়সী স্পিনার ভিগ্নেশ পুথুর। ভেঙে দিলেন জন্টি রোডসের বিশ্বরেকর্ড।
কেরালার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকেই ইতিহাস গড়লেন ২৪ বছর বয়সী স্পিনার ভিগ্নেশ পুথুর। বুধবার (২৪ ডিসেম্বর) আহমেদাবাদে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ ‘এ’-এর ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামেন তিনি। ম্যাচটি কেরালা ১৪৫ রানে জিতলেও, ফলাফলের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে আসেন পুথুর। এক ম্যাচে ফিল্ডার হিসেবে (নন-উইকেটকিপার) ছয়টি ক্যাচ নিয়ে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন।
মালাপ্পুরমের বাসিন্দা পুথুর এই কীর্তির মাধ্যমে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে, যিনি ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন। একই সংখ্যক ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড ইয়ং ও পিটার হ্যান্ডসকম্ব, ভারতের আরিয়েন সাংমা এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে এক ম্যাচে ছয়টি ক্যাচ নেওয়ার নজির আগে কখনও দেখা যায়নি, যা পুথুরকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
advertisement
ম্যাচে পুথুর ব্যাটিং করার সুযোগ না পেলেও ফিল্ডিংয়েই নিজের দক্ষতার প্রমাণ দেন। ত্রিপুরার ইনিংসের ১১তম ওভারে তিনি নিজের বোলিংয়ে ওপেনার উদিয়ান বোসকে ক্যাচ অ্যান্ড বোল্ড করেন। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত ফিল্ডিং করে মাত্র সাত ওভারের মধ্যে আরও পাঁচটি ক্যাচ নেন, যা কার্যত ত্রিপুরার ইনিংস ভেঙে দেয়।
advertisement
advertisement
উল্লেখযোগ্য বিষয় হলো, পুথুর সদ্য আইপিএল ২০২৬ নিলামে ৩০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। একসময় মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত থাকা এই তরুণ স্পিনার নিজের প্রথম বড় মঞ্চেই প্রমাণ করলেন, তিনি শুধু বোলার নন, একজন অসাধারণ ফিল্ডারও। এই ঐতিহাসিক পারফরম্যান্স ভবিষ্যতে তাঁর কেরিয়ারের জন্য বড় আত্মবিশ্বাস হয়ে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 1:52 PM IST










