এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত বছরে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। এরপরেই দিল্লির জন্য তৈরি হচ্ছিলেন আটসেনসন। কিন্তু, দিল্লির প্রবল খারাপ আবহাওয়ার জন্য নাম তুলে নিলেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরেছেন তিনি। এই বিষয়ে ইন্সস্টাগ্রামের একটি পোস্টে জানান, দিল্লির চরম দূষণের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই নিজের নাম তুলে নিয়েছেন তিনি। এই নাম তুলে নেওয়ার জন্য তাঁকে ব্যাডমিন্টন নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রায় ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
advertisement
এই বিষয়ে তিনি নিজের পোস্টে লেখেন, “অনেকেই অবাক হচ্ছেন ইন্ডিয়া ওপেন থেকে তৃতীয় বারের জন্য নাম তুলে নিলাম কেন? কারণ দিল্লির চরম দূষণ! আমি মনে করি না দিল্লির এই আবহাওয়া আদোই ব্যাডমিন্টনের জন্য উপযুক্ত কিনা।”
প্রসঙ্গত, এর আগে আটনসেনের একই দেশের শাটলার ব্লিচফেল্ড নতুন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলতে নেমে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন।
এই প্রসঙ্গে ভারতের ব্যাডমিন্টনের সেক্রেটারি জেনারেল সঞ্জয় মিশ্র বলেন, “আমি ভয়েস রেকর্ডিং শুনেছি। এছাড়াও, আমি বিভিন্ন বিষয় দেখেছি। তিনি প্রথমে আমাকে সবকিছুই ভাল বলেছিলেন। কিন্তু তারপরে শুনলাম সবই খারাপ।”
