TRENDING:

মোহনবাগানে ধুন্ধুমার, বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যেই হাতাহাতি, দেখুন ভিডিও

Last Updated:

দীর্ঘদিন ধরেই মোহনবাগানে ক্ষমতা দখলের লড়াই চলছে ৷ স্বপনসাধন বসু অর্থাৎ টুটু বসু বনাম অঞ্জন মিত্র-র লড়াই নিয়ে গত কয়েক মাস ধরেই টালমাটাল বাগান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : দীর্ঘদিন ধরেই মোহনবাগানে ক্ষমতা দখলের লড়াই চলছে ৷ স্বপনসাধন বসু অর্থাৎ টুটু বসু বনাম অঞ্জন মিত্র-র লড়াই নিয়ে গত কয়েক মাস ধরেই টালমাটাল বাগান ৷
advertisement

এই অবস্থায় শতাব্দী প্রাচীন ক্লাবের সম্মান আরও মাটিতে লুটিয়ে গেল ৷ শনিবার ক্লাবের এজিএমে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লেন সদস্য –সমর্থকরা ৷ এদিন মঞ্চে উপস্থিত ছিলেন টুটু –অঞ্জনের যুযুধান দুই পক্ষই ৷ হাজির ছিলেন অঞ্জন মিত্রের মেয়ে সোহিনী, সৃঞ্জয় বসু, বাবুন বন্দোপাধ্যায়ের মতো তাবড় ব্যক্তিত্বরা ৷

advertisement

আরও পড়ুন - ফুটবলার খুনে উঠে এল টাকা -র কথা, জট বাড়ছে পরিবারের অভিযোগে

স্বপনসাধন বসু যাঁর কথা সকলকে দারুণভাবে প্রভাবিত করে তাঁর কথাতেও কোনরকম ভাবেই গন্ডগোল থামছিল না ৷ সৃঞ্জয়, বাবুন বিভিন্ন সময়ে মাইক্রোফোনে উত্তেজিত সমর্থকদের ঠান্ডা করার চেষ্টা করছিলেন ৷

আরও পড়ুন - অনুশীলনেই ম্যাচের নীল নকশা লিক, চাপে থাকা ইংল্যান্ডের সামনে পানামা

advertisement

এদিকে তিন মাস ধরে যে নাটক চলছে এটা যেন সেই নাটকেরই আরেকটা দৃশ্য অভিনীত হল ৷ অঞ্জন মিত্র দীর্ঘদিন অসুস্থ হওয়া সত্বেও পদ আঁকড়ে রয়েছেন এটা নিয়ে বাগানের একটা গোষ্ঠী বেজায় খেপেছিল ৷ সেই সময় পদত্যাগ করেন সৃঞ্জয় বসু, দেবাশিষ দত্তরা ৷ কোষাধ্যক্ষ দেবাশিষ দত্তের ইস্তফাপত্র গৃহীত হলেও সৃঞ্জয়ের ইস্তফা গৃহীত হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ফলে এই বিভিন্ন গোষ্ঠা বিভিন্ন কারণে যারপরনাই রেগে ছিল ৷ যার প্রকাশ ঘটেছে এই বার্ষিক সাধারণ সভায় ৷ তবে যে ছবি সকলের সামনে উঠে এল তা কলকাতা ফুটবলকে ফের একবার লজ্জা দিল ৷

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানে ধুন্ধুমার, বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যেই হাতাহাতি, দেখুন ভিডিও