অনুশীলনেই ম্যাচের নীল নকশা লিক, চাপে থাকা ইংল্যান্ডের সামনে পানামা
Last Updated:
কেলেঙ্কারির একশেষ আর কাকে বলে, আর যা নিয়ে উত্তাল ব্রিটিশ মিডিয়া ৷
#সেন্ট পিটার্সবার্গ:কেলেঙ্কারির একশেষ আর কাকে বলে, আর যা নিয়ে উত্তাল ব্রিটিশ মিডিয়া ৷ বিশ্বকাপে তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড ৷ কিন্তু খেলা মন ভরাতে পারেনি ৷ তবে এবার দ্বিতীয় ম্যাচের আগে টিমের ছক লিক হয়ে যাওয়ার সর্বত্র শুরু হয়েছে সমালোচনা ৷
যেকোনও ফুটবল দল নিজেদের প্রস্তুতির স্পেশাল ছক লুকিয়ে রাখতে চায় প্রতিপক্ষের থেকে ৷ যার জন্য অনুশীলনের সামাণ্য অংশেই মিডিয়ার প্রবেশ থাকে, বাকিটা হয় ক্লোজড ডোর ৷ আর এই পরিস্থিতিতে যদি ছকটাই বাইরে এসে যায় তাহলে নিঃসন্দেহে আরও বড় অসুবিধায় পড়ে দল ৷
advertisement
advertisement
সেন্ট পিটার্সবার্গে ইংল্যান্ডের অনুশীলন চলার সময় অ্যাসিসট্যান্ট ম্যানেজার স্টিভ হল্যান্ডের হাতে রাখা টিমের ব্লু প্রিন্টের ছবি পেয়ে যান চিত্র সাংবাদিকরা ৷ যাতে দেখা যাচ্ছিল রহিম স্টারলিং বাদ ৷ তার বদলে দলে আসতে চলেছেন মার্ক র্যাশফোর্ড ৷ এছাড়াও চোটগ্রস্ত ডেল আলিকে সরিয়ে দলে আসতে চলেছেন রুবেন লফটাস ৷ বাকি দল তিউনিশিয়ার বিরুদ্ধে ২-১ জেতা দল একই থাকতে চলেছে ৷ সেন্ট পিটার্সবার্গে রেপিনো বেসে অনুশীলনের সময় এই ছক ধরা পড়েছে ৷ অ্যাসিসট্যান্ট ম্যানেজারের দৌলতে এই লিক হয়ে যাওয়া ছক নিয়ে সমালোচনা চলছে সর্বত্র ৷
advertisement
এদিকে রবিবার পানামা-র বিরুদ্ধে ম্যাচের আগে প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ ইংল্যান্ড ৷ প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপে এসে তিন গোল হজম করেছে পানামা ৷ তাদের হারাতে পারলে প্রি কোয়ার্টারের টিকিট নিয়ে ভাবতে হবে না।
advertisement
কোচ গ্যারেথ সাউথগেটে ৩-৪-২-১ ছকে দল নামাবেন। অধিনায়ক হ্যারি কেনের ফর্ম স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। দলের অন্য ফুটবলাররা সেভাবে গোলের সুযোগ তৈরি করতে না পারায় চিন্তিত সাউথগেট। তাঁর জমানায় ১১ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড। বিশ্বকাপে এই প্রথম পানামার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
view commentsLocation :
First Published :
June 23, 2018 4:21 PM IST