TRENDING:

Football Trial: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল

Last Updated:

Football Trial: পাঁশকুড়া শহরের এই ক্লাব সারা বছর ধরেই এলাকার বিভিন্ন বয়সী ছেলেদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি ওইসব প্রশিক্ষণরত উঠতি ফুটবলারদের কলকাতা মাঠে খেলার স্বপ্নকে বাস্তবায়িত‌ও করছে তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: কলকাতার ময়দানে নিজেদের প্রতিভা মেলে ধরবে জেলার ছেলেরা। জেলার ফুটবল প্রতিভারা এবার নিজেদের প্রতিভার ছাপ রাখবে কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে। এই স্বপ্ন পূরণ করতে জেলার উঠতি ফুটবলারদের পাশে দাঁড়াল পাঁশকুড়ার একটি ক্লাব। ফুটবলারদের কলকাতার মাঠে সুযোগ করে দিতে তাদেরই সহযোগিতায় আয়োজিত হল ট্রায়াল। যেখানে কলকাতার নামিদামি ক্লাবের ফুটবল প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। আর সেই কোচদের সামনেই নিজেদের প্রতিভা মেরে ধরলেন জেলার একঝাঁক শিক্ষানবিশ ফুটবলার।
advertisement

আর‌ও পড়ুন: এই ঘাস গরুর খিদে মুহূর্তে মিটিয়ে দেয়, দুধ হয় প্রচুর

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহরের এই ক্লাব সারা বছর ধরেই এলাকার বিভিন্ন বয়সী ছেলেদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি ওইসব প্রশিক্ষণরত উঠতি ফুটবলারদের কলকাতা মাঠে খেলার স্বপ্নকে বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাদেরই উদ্যোগে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে হল ফুটবল ট্রায়াল। পাঁশকুড়ার পিডব্লিউ মাঠে এই ফুটবল ট্রায়াল আয়োজিত হয়। এই ট্রায়ালের হাত ধরে জেলার ৩১ জন খুদে ফুটবলার সুযোগ পেল কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে খেলার।

advertisement

এ বিষয়ে ওই ক্লাবের সভাপতি সন্দীপ ভট্টাচার্য জানিয়েছেন, সম্পূর্ণ বিনামূল্যে একটি ফুটবল ট্রায়াল আয়োজন করা হয়। জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে এই ট্রায়াল আয়োজন করা হয়েছিল। দেড়শোরও বেশি ফুটবলার অংশগ্রহণ করেছিল। কলকাতার পাঁচটি ক্লাবের কোচেরা উপস্থিত ছিলেন। দেড়শোজন উঠতি ফুটবলের মধ্যে থেকে ৩১ জনকে তাঁরা বেছে নিয়েছেন। আগামী দিনে ওইসব ফুটবলারেরা কলকাতার মাঠে বড় ক্লাবের হয়ে প্রশিক্ষণের পাশাপাশি খেলার সুযোগ পাবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/খেলা/
Football Trial: জেলার হাত ধরে ময়দানে সুদিন ফিরবে? আশা দেখাচ্ছে এই মফস্বল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল