অন্যদিকে কলকাতা ডার্বির গন্ধ গায়ে মেখেই আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ। ২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে এসসি-ইস্টবেঙ্গল মুখোমুখি এটিকে-মোহনবাগানের। ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগান আমনে-সামনে হওয়া মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। নিউ নর্মালে এবার সেই কলকাতা ডার্বি হতে চলেছে গোয়ার দর্শকশূন্য তিলক ময়দানে। স্টেডিয়াম দর্শক না থাকলে কী হবে! এই ম্যাচই যে আইএসএল-র প্রাণ ভোমরা সেটা ঠারে ঠারে বুঝছে আয়োজক এফএসডিএল। টুর্নামেন্টের শুরুতেই তাই দুই হেভিওয়েটকে লড়িয়ে দিয়ে শুরু থেকেই আইএসএল-র উন্মাদনা চরমে নিয়ে যেতে মরিয়া উদ্যোক্তারা।
advertisement
শুক্রবার টুর্নামেন্টের একাদশ রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করা হয়। এসসি-ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পয়লা ডিসেম্বর। প্রতিপক্ষ মুম্বাই এফসি। অন্যদিকে এটিকে-মোহনবাগান তাদের তৃতীয় ম্যাচে নামবে ওড়িশা এফসি বিরুদ্ধে ৩ ডিসেম্বর। লাল-হলুদের পরবর্তী প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ৫ ডিসেম্বর। ৭ ডিসেম্বর এটিকে-মোহনবাগানের খেলা জামশেদপুর এফসির বিরুদ্ধে।
একাদশ রাউন্ডে মোহনবাগান শেষ ম্যাচ খেলবে ১১ জানুয়ারি মুম্বই এফসি-র বিরুদ্ধে। ঘোষিত ক্রীড়াসূচিতে লাল-হলুদ তাদের শেষ ম্যাচ খেলতে নামবে ৯ জানুয়ারি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।
PARADIP GHOSH