TRENDING:

যুবভারতীতে বিসর্জনের আবহ, ফাইনালের পরও বিশ্বকাপেই মন্ত্রমুগ্ধ কলকাতা

Last Updated:

হাউসফুল যুবভারতী। বিশ্বকাপে এমন ছবিই বারবার দেখেছে বিশ্ব ফুটবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাউসফুল যুবভারতী। বিশ্বকাপে এমন ছবিই বারবার দেখেছে বিশ্ব ফুটবল। বিশ্বকাপ শেষ। স্বপ্নের ফাইনালের পর এখনও মন্ত্রমুগ্ধ কলকাতা। তার মাঝেই আলস্য ঝেড়ে চেনা ছন্দে ফেরার কাজ শুরু যুবভারতীতে।
advertisement

আলবিদা বিশ্বকাপ। যুবভারতী জুড়ে বিসর্জনের সুর। ঠিক যেন দশমীর পর আলসেমিতে ডুবে থাকা পুজোর প্যান্ডেল। রবিবার রাতে মাঠেই উৎসবে মেতেছিলেন ব্রিউস্টার, ফডেনরা।

সবুজ কার্পেটের মতো ঘাসে ছড়িয়ে রঙিন কাগজ-অভ্র। ইতিউতি ছড়ানো চেয়ার। তার মাঝেই চলছে মাঠের তদারকি। গ্যালারি সাফসুতরো করার কাজ চলছে পুরোদমে। মাঠের বাইরে দাঁড় করানো চেকপোস্ট। ডাঁই করা জলের পাউচ। সরানো হচ্ছে লোহার কাঠামো। আলপনা আঁকা ভিআইপি জোন আড়ামোড়া ভেঙে নরম রোদ পাহাচ্ছে। র‍্যাম্প, কাটআউট, নির্দেশিকা সব রয়েছে। শুধু বোধনের সুর পাল্টে গিয়েছে মন খারাপে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক মাসের বিশ্বযুদ্ধ শেষ। নিখুঁত ফাইনাল, ৪৮ ঘন্টার মধ্যে মেগা সেমি আয়োজন করে ফিফার সার্টিফিকেট যুবভারতীর পকেটে। ফুটবলের মক্কার আবেগ দেখে মুগ্ধ খোদ ফিফা প্রেসিডেন্ট। বিশ্বকাপ যুবভারতীর মুকুটে নতুন পালক জুড়ে দিল নিঃসন্দেহে।

বাংলা খবর/ খবর/খেলা/
যুবভারতীতে বিসর্জনের আবহ, ফাইনালের পরও বিশ্বকাপেই মন্ত্রমুগ্ধ কলকাতা