সমস্যা আরও বাড়িয়েছে দলের ফুটবলারদের চোট-আঘাত ৷ আজ নর্থ-ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এটিকে পাচ্ছে না দলের প্রধান অস্ত্র রবি কিনকে ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন ফুটবলার এখন সমস্যায় ভুগছেন ৷
টিমের প্রধান তারকা রবি কিন চোটের জন্য দলের সঙ্গে যেতেই পারেননি। রক্ষণের দুই নির্ভরযোগ্য ফুটবলার টম থর্প এবং প্রবীর দাসও চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়ছেন। মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার কোনর থমাসও হাঁটুর চোটে কাহিল। ফলে টিম নামাতেই সমস্যায় পড়ছেন এটিকে কোচ। টুর্নামেন্টের শুরুতেই ডান পায়ে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছিল কিনকে ৷ এবার আবার চোট তাঁর ডান পায়ে ৷ এর জন্য মাঠে অনুশীলনও করতে পারছেন না তিনি ৷ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন প্রবীর দাস ৷ তবে রবি কিন গুয়াহাটি না গেলেও প্রবীর দাস টিমের সঙ্গে গিয়েছেন ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2018 2:41 PM IST