TRENDING:

রবি কিনকে ছাড়াই আজ নর্থ-ইস্ট চ্যালেঞ্জ সামলাবে এটিকে

Last Updated:

আজ নর্থ-ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এটিকে পাচ্ছে না দলের প্রধান অস্ত্র রবি কিনকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: গতবারের চ্যাম্পিয়নদের এবছর মোটেই খুব একটা ভাল যাচ্ছে না ৷ কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে ৷ মাঝে দু’টো ম্যাচ জিতে লিগ টেবলে নিজেদের স্থান কিছুটা ভদ্রস্থ জায়গায় এনেছিল এটিকে ৷ ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে ড্র এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচে হারের পর ফের বেকায়দায় এটিকে শিবির ৷
advertisement

সমস্যা আরও বাড়িয়েছে দলের ফুটবলারদের চোট-আঘাত ৷ আজ নর্থ-ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এটিকে পাচ্ছে না দলের প্রধান অস্ত্র রবি কিনকে ৷ পাশাপাশি আরও বেশ কয়েকজন ফুটবলার এখন সমস্যায় ভুগছেন ৷

টিমের প্রধান তারকা রবি কিন চোটের জন্য দলের সঙ্গে যেতেই পারেননি। রক্ষণের দুই নির্ভরযোগ্য ফুটবলার টম থর্প এবং প্রবীর দাসও চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়ছেন। মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার কোনর থমাসও হাঁটুর চোটে কাহিল। ফলে টিম নামাতেই সমস্যায় পড়ছেন এটিকে কোচ। টুর্নামেন্টের শুরুতেই ডান পায়ে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছিল কিনকে ৷ এবার আবার চোট তাঁর ডান পায়ে ৷ এর জন্য মাঠে অনুশীলনও করতে পারছেন না তিনি ৷ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন প্রবীর দাস ৷ তবে রবি কিন গুয়াহাটি না গেলেও প্রবীর দাস টিমের সঙ্গে গিয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
রবি কিনকে ছাড়াই আজ নর্থ-ইস্ট চ্যালেঞ্জ সামলাবে এটিকে