স্বরূপনগর ব্লকের বাঙলানী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এদিন আয়োজন করা হয় এক দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্টের। যেখানে ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন রহিম নবি, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি’কুনহার মতো প্রাক্তন বিখ্যাত ফুটবলাররা।
আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে ‘নখ’ ভাঙতে শুরু করে বলুন তো? সতর্ক হন, নইলে…!
advertisement
এলাকার বিভিন্ন দল এদিনের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে মাঠে নামেন। একে অপরকে টেক্কা দিতে বল পায়ে এগিয়ে যেতেই, দর্শক আসনে থাকা মানুষের উত্তেজনা চোখে পড়ে এদিনের খেলা ঘিরে। খেলোয়াররাও এতে যথেষ্টই উৎসাহ পান। এদিন এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদেরও বিশেষ সম্মান জানানো হয়। পাশাপাশি, সামাজিক কর্মকাণ্ড অর্থাৎ দুস্থ মানুষদের এই শীতের মরশুমে কম্বল ও শীত বস্ত্র বিতরণেরও আয়োজন করেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: কুকুর কোন ‘রং’ দেখলে ‘রেগে’ যায় বলুন তো…? চমকে দেবে গবেষণা, গ্যারান্টি!
স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য ও মৎস্য কর্মাধ্যক্ষ বাপ্পা ঘোষরা জানান, “এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন সীমান্ত এলাকার যুব সমাজকে মাঠমুখি করা যাবে, অন্যদিকে মানুষের সাথে জনসংযোগও আরও বাড়ানো সম্ভব হবে।” এদিনের এই আয়োজনের মধ্যে দিয়েই যেন এলাকার যুব সমাজকে দেওয়া হল বিশেষ বার্তা।
Rudra Narayan Roy