ISL-এর তৈরি হল ইতিহাস৷ মুম্বই সিটি এফসির হাত ধরল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান ম্যাঞ্চেস্টার সিটির মূল সংস্থা সিটি ফুটবল গ্রুপ৷ মুম্বই সিটি এফসির ৬৫ শতাংশ মালিকানা কিনল তারা৷ এই ঘোষণা করলেন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সেন নীতা আম্বানি৷
নীতা আম্বানি জানিয়েছেন যে এভাবেই দেশের ফুটবলকে আলো দেখাবে বিশ্ব ফুটবল৷ মুম্বই সিটি এফসি জন্য এটা খুবই গর্বের সময় বলে মনে করছেন নীতা৷ তার মতে ইউরোপের এই বিখ্যাত ক্লাবের দ্বারা আখারে উপকৃত হবেন মুম্বই সিটি এফসির খেলোয়াড়রা৷ আগামিদিনে বিশ্ব ফুটবলের দ্বারা অনুপ্রাণিত হবে মুম্বইয়ের এই ক্লাব৷ এরফলে উন্নতি হবে দেশের ফুটবলের৷ আরও জমে উঠবে আইএসএল৷
advertisement
আরও পড়ুনইস্টবেঙ্গলের শতবর্ষ সেলিব্রেশনে ম্যানইউ?যুবভারতী দেখে খুশি ম্যাঞ্চেস্টার কর্তারা
এখন থেকে মুম্বই সিটি এফসির ৬৫ শতাংশ স্টেকহোল্ডার হবে ইউরোপের এই ক্লাব এবং ৩৫ শতাংশ স্টেক থাকবে রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে৷ অনুমতি পেলেই চুক্তি হবে বলে জানা গিয়েছে.