দেবী পক্ষের শুরুতেই শহরে পা রাখলেন রোনাল্ডিনহো। ফুটবলের ম্যাজিশিয়ান রবিবার সন্ধেয় কলকাতায় এসে পৌঁছলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। এদিন ব্রাজিল কিংবদন্তিকে দেখতে উপচে পড়েছিল ভিড়। তাঁর হাতে একটি রেপ্লিকা বিশ্বকাপ তুলে দেন সুজিত বসু।
আরও পড়ুন- মুম্বইতে আইওসি অধিবেশনে তারকার মেলা! ছিলেন নীরজ, অভিনব বিন্দ্রা
advertisement
সোমবার সকালে হোটেলে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের পর নিউটাউনে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দেবেন রোনাল্ডিনহো। দুপুর বারোটা নাগাদ রোনাল্ডিনহো বেরিয়ে পড়বেন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি পুজো মন্ডপের উদ্দেশ্যে।
শ্রীভূমি থেকে বেরিয়ে যাবেন উত্তর কলকাতার আহিরিটোলা যুববৃন্দের পুজা মন্ডপে। ময়দানে মোহনবাগান কর্তা উত্তম সাহার পুজো বলেই পরিচিত আহিরিটোলা যুববৃন্দ।
আরও পড়ুন- আজ কলকাতায় রোনাল্ডিনহো, মুখ্যমন্ত্রীর জন্য আনছেন জার্সি! দেখা হবে দাদার সঙ্গেও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা রোনাল্ডিনহোর। তিনি মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিজের সই করা জার্সিও সঙ্গে আনছেন। কলকাতা সফর শেষ করে ঢাকাতে যাবেন বিশ্বজয়ী।