শুধু কলকাতা ময়দানেই দক্ষতার সঙ্গে প্রশাসন সামলেছেন তা নয় ৷ বিশ্বনাথ দত্ত বিসিসিআই প্রেসিডন্ট হিসেবেও নজিরবিহীণ সাফল্য দেখিয়েছেন ৷
এমনকি বিসিসিআইয়ে যাঁকে অন্যতম সেরা প্রশাসনিক কর্তা ধরা হয় সেই জগমোহন ডালমিয়ারও দীক্ষাগুরু ছিলেন প্রয়াত বিশ্বনাথ দত্ত ৷ শুধু ক্রিকেট প্রশাসনেই নয় ফুটবল প্রশসানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷
১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত CAB প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনাথবাবু। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত BCCI-র প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৩ থেকে ১৯৭৫ পর্যন্ত সামলেছেন IFA-র সেক্রেটারি পদ। দীর্ঘ ৫০ বছর ক্রীড়া প্রশাসন সামলেছেন। এরপর স্বেচ্ছাবসর নেন। বিশ্বনাথ বাবুর সফল উত্তরসূরী তাঁর পুত্র সুব্রত দত্ত ৷ তিনি এই মুহূর্তে এআইএফএফে-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ৷
advertisement
আরও পড়ুন - এই পাঁচ লক্ষণ আছে? কোটিপতি হওয়া ঠেকায় কে
বিশ্বনাথ দত্তের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া ৷ শোকস্তব্ধ সুব্রত দত্ত-ও ৷ তিনি জানিয়েছেন , তাঁর চলার পথের দিক প্রদর্শক তাঁর বাবা ৷ তাঁরই নির্দেশিত পথে তিনি এগিয়ে চলেছেন ৷ তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি ৷ তবে এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যেভাবে তিনি পথ দেখিয়ে গেছেন সেই দিশা মেনেই সামনের দিনেও এগিয়ে চলবেন তিনি ৷