কলকাতা: মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনায় ভয়ঙ্কর অভিযোগ তুললেন অনুষ্ঠানের সংঞ্চালক রূপসা দাশগুপ্ত। রুপসা দাশগুপ্তকে সেদিন দেওয়া হয়নি সঠিক পরিচয় পত্র। অনুষ্ঠান শুরুর কয়েক মিনিট আগে ছবি ছাড়া, এমনকি ফিল্ড অফ প্লে-র অ্যাক্সেস ছাড়াই ক্রু মেম্বার লেখা আই কার্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই আইকার্ডে তিনি কোনও ভাবেই মাঠে ঢুকতে পারেন না। তবে ইভেন্টের তরফে পুলিশকে অনুরোধ করে তাকে মাঠে ঢোকানো হয়।
advertisement
আরও পড়ুন: ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল! সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতল লালহলুদের মহিলা ফুটবল দল
প্রশ্ন উঠছে, মেসির সব থেকে কাছে থাকবেন তিনি কিন্তু তার কাছেই নেই সঠিক পরিচয় পত্র। প্রথমে কথা ছিল সঞ্চালনা করবেন মীর। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টা আগে সঞ্চালনার জন্য ডাকা হয় অনিন্দ্য সেনগুপ্ত এবং রূপসা দাশগুপ্তকে। অনিন্দ্য সেনগুপ্তকে সঠিক কার্ড দেওয়া হলেও রূপসাকে দেওয়া হয়নি। এমনকি অভিযোগ, মেসি ইভেন্টের চূড়ান্ত ফ্লোচার্ট কী হবে, সেটাও সঠিক সময় পাননি তিনি।
আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে শতদ্র দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ফ্রিজ করল সিট
ইভেন্ট ম্যানেজমেন্টের যে টিম ছিল তাদেরও দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন রুপসা দাশগুপ্ত। রূপসা দাশগুপ্তের মাইক হাতে নিয়ে শেষ পর্যন্ত শতদ্রু দত্তকে ঘোষণা করতে হয়, মাঠ খালি করার জন্য। একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে নিউজ এইট্টিন বাংলায় মুখ খুললেন রূপসা।
এরকম পরিচয়পত্র নিয়ে অন্য কেউ যদি ঢুকত সেক্ষেত্রে মেসির নিরাপত্তার সমস্যাও হতে পারত। সব মিলিয়ে মেসির ইভেন্টে মাঠে কোনও রকম নিরাপত্তার ছিটেফোঁটাও ব্যবস্থা যে ছিল না তা স্পষ্ট।
