'সিদ্ধান্ত বদলাতে হবে ICC-কেই' বাংলাদেশের এই দাবিও খারিজ, শনিবারই বড় সিদ্ধান্ত! এবার আইসিসির শাস্তি চাইবে BCB?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরবে না, আইসিসিকেই সিদ্ধান্ত বদলাতে হবে। এই দাবিতেই বাংলাদেশ চিঠি লিখেছিল, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পাল্টানোর শেষ চিঠিও খারিজ হয়ে গিয়েছে।
advertisement
1/5

বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরবে না, আইসিসিকেই সিদ্ধান্ত বদলাতে হবে। এই দাবিতেই বাংলাদেশ চিঠি লিখেছিল, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পাল্টানোর শেষ চিঠিও খারিজ হয়ে গিয়েছে।
advertisement
2/5
মরিয়া উদ্যোগ নিয়েছিল Bangladesh Cricket Board, ICC-র Dispute Resolution Committee (DRC)-কে চিঠি লিখেছিল, যাতে গভার্নিং বডির সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছিল, কিন্তু কাজের কাজ হল না। বাংলাদেশের এই আবেদন শোনা হবে না, কারণ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই বোর্ডের নেই।
advertisement
3/5
যদিও ICC, Scotland-কে স্ট্যান্ডবাই রেখেছে, আমিনুল ইসলাম বুলবলের অধীনে থাকা BCB, একেবারে কোণঠাসা হয়ে, শেষ চেষ্টা হিসেবে DRC-র কাছে গিয়েছিল, যার প্রধান ইংল্যান্ডের মাইকেল বেলফ (Kings Counsel)।
advertisement
4/5
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির সূত্র সংবাদমাধ্যম পিটিআইকে বলেছে, "হ্যাঁ, BCB, ICC-র DRC-র কাছে গিয়েছে, কারণ ওরা সব রকম চেষ্টা করতে চায়। যদি DRC, BCB-র বিপক্ষে রায় দেয়, তাহলে একমাত্র Court of Arbitration of Sports (CAS), Switzerland-এ যাওয়া যাবে।"
advertisement
5/5
অর্থাৎ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের শেষ রাস্তা সুইৎজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস। তবে বাংলাদেশের এই সিদ্ধান্তে আইসিসি বড় শাস্তির পথে হাঁটতে পারে, অন্য দিকে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসে গিয়ে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।