Madhyamik 2026: মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি খাতা লেখার কৌশল ও সময় ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ পরামর্শ
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Madhyamik 2026: প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ার জন্য নির্ধারিত থাকে। এই সময়টিকে কাজে লাগিয়ে কোন প্রশ্ন আগে উত্তর দিতে হবে এবং কোন প্রশ্নে কত সময় ব্যয় করা উচিত, তা পরিকল্পনা করে নিতে হবে।
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি খাতা লেখার কৌশল ও সময় ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ পরামর্শ। মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত। এই পরীক্ষাকে কেন্দ্র করে সঠিক প্রস্তুতি, খাতা লেখার কৌশল এবং সময় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এসব বিষয় মাথায় রেখে বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোজাফফর আকুঞ্জি মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। তিনি জানান।
আরও পড়ুনঃ পর্দায় বহুবার বিয়ে, এবার বাস্তবে! কার সঙ্গে বাগ্দান অদ্রিজা রায়ের?
পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ার জন্য নির্ধারিত থাকে। এই সময়টিকে কাজে লাগিয়ে কোন প্রশ্ন আগে উত্তর দিতে হবে এবং কোন প্রশ্নে কত সময় ব্যয় করা উচিত, তা পরিকল্পনা করে নিতে হবে। তিনি আরও বলেন, উত্তরপত্রের প্রথম পাতায় রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর পরিষ্কার, সুন্দর ও নির্ভুলভাবে লেখা অত্যন্ত প্রয়োজনীয়। এতে পরীক্ষকের কাছে খাতা যাচাইয়ের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি তৈরি হয় না। মোজাফফর আকুঞ্জি জানান, উত্তর লেখার সময় পরিষ্কার হাতের লেখা, সঠিক প্রশ্ন নম্বর উল্লেখ এবং প্রয়োজন অনুযায়ী অনুচ্ছেদ ভাগ করে লেখা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
অপ্রয়োজনীয় কথা পরিহার করে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক উত্তর লেখার পরামর্শ দেন তিনি। এছাড়া পরীক্ষার শেষে অন্তত পাঁচ থেকে দশ মিনিট সময় রেখে খাতা পুনরায় দেখার কথা বলেন, যাতে বানান বা প্রশ্ন নম্বরের কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়। শিক্ষার্থীরা তার বক্তব্যে উৎসাহিত হয় এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষায় এই পরামর্শগুলো মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 8:39 PM IST






