advertisement

Adrija Marriage: পর্দায় বহুবার বিয়ে, এবার বাস্তবে! কার সঙ্গে বাগ্‌দান অদ্রিজা রায়ের?

Last Updated:
Adrija Marriage: বছরের শুরুতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবরে চর্চা তুঙ্গে। সরস্বতী পুজোর দিনে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর।
1/7
বছরের শুরুতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবরে চর্চা তুঙ্গে। সরস্বতী পুজোর দিনে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর।
বছরের শুরুতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবরে চর্চা তুঙ্গে। সরস্বতী পুজোর দিনে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর।
advertisement
2/7
এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অদ্রিজা বর্তমানে পাকাপাকি ভাবে মুম্বইয়ে বসবাস করছেন।
এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অদ্রিজা বর্তমানে পাকাপাকি ভাবে মুম্বইয়ে বসবাস করছেন।
advertisement
3/7
হিন্দি মেগা সিরিয়াল ‘অনুপমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় বহুবার বিয়ের দৃশ্যে দেখা গেলেও, বাস্তব জীবনে এ বারই প্রথম এমন বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী।
হিন্দি মেগা সিরিয়াল ‘অনুপমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় বহুবার বিয়ের দৃশ্যে দেখা গেলেও, বাস্তব জীবনে এ বারই প্রথম এমন বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেত্রী।
advertisement
4/7
খবর অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি বাগ্‌দান সারতে চলেছেন অদ্রিজা। পাত্রের নাম বিগ্নেশ আইয়ার—তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন এবং দক্ষিণ ভারতীয় পরিবারের সদস্য। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে এই বাগ্‌দান অনুষ্ঠান।
খবর অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি বাগ্‌দান সারতে চলেছেন অদ্রিজা। পাত্রের নাম বিগ্নেশ আইয়ার—তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন এবং দক্ষিণ ভারতীয় পরিবারের সদস্য। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে এই বাগ্‌দান অনুষ্ঠান।
advertisement
5/7
জানা গিয়েছে, গত বছরের মে মাসে এক বন্ধুর পার্টিতে প্রথম আলাপ হয় অদ্রিজা ও বিগ্নেশের। সেখান থেকেই শুরু কথোপকথন, যা পরে ইনস্টাগ্রামে নিয়মিত আলাপচারিতায় রূপ নেয়। জুন মাসে প্রথমবার ডেটে যান তাঁরা। সেই সময়ই নাকি অদ্রিজার মনে হয়, বিগ্নেশই তাঁর জীবনের সঠিক সঙ্গী।
জানা গিয়েছে, গত বছরের মে মাসে এক বন্ধুর পার্টিতে প্রথম আলাপ হয় অদ্রিজা ও বিগ্নেশের। সেখান থেকেই শুরু কথোপকথন, যা পরে ইনস্টাগ্রামে নিয়মিত আলাপচারিতায় রূপ নেয়। জুন মাসে প্রথমবার ডেটে যান তাঁরা। সেই সময়ই নাকি অদ্রিজার মনে হয়, বিগ্নেশই তাঁর জীবনের সঠিক সঙ্গী।
advertisement
6/7
অদ্রিজা নিজেই জানিয়েছেন, তিনি বরাবরই অভিনয় দুনিয়ার বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। যদিও চলতি বছরে সামাজিক বিয়ে করছেন না এই অভিনেত্রী।
অদ্রিজা নিজেই জানিয়েছেন, তিনি বরাবরই অভিনয় দুনিয়ার বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। যদিও চলতি বছরে সামাজিক বিয়ে করছেন না এই অভিনেত্রী।
advertisement
7/7
বাগ্‌দান সেরে রাখলেও, আরও এক-দু’বছর পর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তখন বাঙালি ও দক্ষিণী—দু’পরিবারের রীতি মেনেই হবে বিবাহ অনুষ্ঠান।
বাগ্‌দান সেরে রাখলেও, আরও এক-দু’বছর পর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তখন বাঙালি ও দক্ষিণী—দু’পরিবারের রীতি মেনেই হবে বিবাহ অনুষ্ঠান।
advertisement
advertisement
advertisement