Smriti Mandhana-Palash Muchhal: বিয়ের মণ্ডপেই ‘অন্য নারীর সঙ্গে ধরা’! পলাশ মুচ্ছলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana-Palash Muchhal: একজন প্রযোজক ও অভিনেতা বিদ্যান মেনে পুলিশে অভিযোগ করেছে, পলাশকে বিয়ের অনুষ্ঠান চলাকালীন অন্যান্য নারীর সঙ্গে এক বিছানায় ধরা পড়ার পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের বন্ধুদের হাতে মার খেতে হয়েছে। তিনি এই দৃশ্যকে “ভয়ানক” বলে অভিহিত করেছেন।
advertisement
1/5

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছল-এর সম্পর্ক ও বিয়ে ঘিরে নতুন তথ‍্য সামনে উঠেছে। ২৩ নভেম্বর নির্ধারিত ছিল তাঁদের বিয়ে, কিন্তু তা স্থগিত ও পরবর্তীতে বাতিল হয়ে যায়। এরপর পলাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে।
advertisement
2/5
একজন প্রযোজক ও অভিনেতা বিদ্যান মেনে পুলিশে অভিযোগ করেছে, পলাশকে বিয়ের অনুষ্ঠান চলাকালীন অন্যান্য নারীর সঙ্গে এক বিছানায় ধরা পড়ার পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের বন্ধুদের হাতে মার খেতে হয়েছে। তিনি এই দৃশ্যকে “ভয়ানক” বলে অভিহিত করেছেন।
advertisement
3/5
বিদ্যান তাঁর অভিযোগে আরও বলেছেন, তিনি পলাশের সঙ্গে একটি ছবির প্রজেক্টেও প্রায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, যা এখনও মুক্তি পায়নি। তাঁর দাবি, পলাশের পরিবার তাঁকে বারবার আরও ১০ লাখ টাকা দিতে চাপ দেয় এবং ব্ল্যাকমেইল করতে থাকে। অবশেষে এই পরিস্থিতির মধ্যে পড়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
advertisement
4/5
অভিযোগগুলোর বিরুদ্ধে পলাশের আইনজীবী জানান, এই সব দাবি “ভুল ও ভিত্তিহীন”, এবং পলাশ তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে চাইছেন। তিনি সরাসরি এসব অভিযোগের জন্য কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে মন্তব্য করা হয়েছে।
advertisement
5/5
এদিকে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল আগেই নিজ নিজ সামাজিক মাধ্যম থেকে বিয়ে বাতিল হওয়ার কথা নিশ্চিত করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগোতে চান বলে জানিয়েছেন। স্মৃতি তাঁর ক্রিকেট ক্যারিয়ার ও পার্সোনাল লাইফকে অগ্রাধিকার দিতে চান।