ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। দেশের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মহিলা দল। মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।
মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন ফাজিলা, আরেকটি গোল করেন শিল্কি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানের একটি মহিলা ফুটবল দলকেও হারিয়েছিল ইস্টবেঙ্গল।
advertisement
আরও পড়ুন: যুবভারতীতে মেসি কাণ্ডে শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে পুলিশ! খতিয়ে দেখা হল নথিপত্র
প্রসঙ্গক এই প্রতিযোগিতায় ভারত থেকে শুধুমাত্র সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলই। এছাড়াও নেপালের এপিএফ, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, পাকিস্তানের করাচি সিটি এবং বাংলাদেশের নাসরিন অংশগ্রহণ করে। প্রথম পর্বে চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে সবার শেষে ছিল বাংলাদেশের ক্লাব নাসরিন।
আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে শতদ্র দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ফ্রিজ করল সিট
গ্রুপ পর্বে ৪-০ গোলে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, ২-০ গোলে করাচিকে এবং ৭-০ কোলে বাংলাদেশের ক্লাব নাসরিনকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এবার ফাইনালে নেপালের ক্লাব এপিএফকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গলের মেয়েরা।
