advertisement
এখুনি আপনার অনেক টাকা হয়ে যাবে ধারণাটা ছাড়ুন ৷ শুধু টাকার ক্ষেত্রেই নয় কোনও জিনিসই এখুনি হবে এই ধারণাটা থেকে বেরোনো সবচেয়ে জরুরি ৷ এটা ছোট বিষয় মনে হলেও একটি টাকাও জোর করে খরচ করতে ইচ্ছা করছে বলেই খরচ করে দেবেন না ৷ এই ছোট ছোট এক টাকাই লম্বা সময়ের পর আপনাকে একটা আয়েষের জীবনে নিয়ে যাবে ৷ Photo -Representive
advertisement
advertisement
এই থালাটা যেরকম ব্যালান্সড ডায়েটের একটা উদাহরণ তেমনিই এটা উদাহরণ হতে পারে ব্যালান্সড একটা জীবনের ৷ মার্ক জুকেরবার্গ থেকে তাবড় কোটি-কোটিপতিরা খুব সাধারণ মানের জীবন যাপনের সাধন ব্যবহার করেন ৷ বিলাসিতায় ভেসে যেতে চাইলে আপনাকে আটকানোর কেউ নেই ৷ সবকিছুরেই একটা আরও ভালো হয় ৷ কিন্তু আপনি যদি আপনার কাজ চালানোর জন্য সবচেয়ে সহজ সাধনটা বেছে নেন তাহলে আপনারই বিত্তের ঘড়া পূর্ণ হয়ে উঠবে ৷ Photo -Representive
advertisement
বাজেট এই ছোট্ট শব্দটাই আপনার জীবনে বড় বদল আনতে পারে ৷ ধনীরা সবসময়েই বাজেট করে চলেন ৷ ভালো অর্থনৈতিক প্ল্যানের জন্য বাজেট করে চলা প্রথম পদক্ষেপ ৷ প্রতিটা হিসেব কোথাও একটা লিখে রাখুন ৷ সেখানে মিলিয়ে দেখুন কোন খরচটা না করলেও চলত ৷ পরেরবার সেটা বাদ দিন ৷ এটা আপনার বাড়ি আসা কষ্টের অর্থকে বেরোতে দেবে না ৷ Photo -Representive
advertisement
টাকা জমান, টাকা জমান,টাকা জমান ৷ অর্থনৈতিক ভিত্তিকে বংশ পরম্পরায় নয় শুধু নিজের রোজগারের ভিত্তিতে যদি কোটিপতি হতে চান তাহলে টাকা ইনভেস্ট করার কোনও বিকল্প নেই ৷ তবে হ্যাঁ বেশি সুদের লোভে ভুল কোনও জায়গায় টাকা রাখবেন না ৷ অল্প অল্প করে রোজ টাকা জমালে সেই টাকাই আপনার সুদের অঙ্ককে বিশাল করে দেবে ৷ Photo -Representive