আরও পড়ুন: ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল! সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতল লালহলুদের মহিলা ফুটবল দল
গত ১৬ নভেম্বর ইসলামপুর যুবকবৃন্দের উদ্যোগে শুরু হয়েছিল এই ডিপিএল টুর্নামেন্ট। মোট ৯টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইসলামপুরের আয়ান ইলেভেন এবং দুবরাজপুরের দুবরাজপুর ব্যাসার্স। উদ্যোক্তাদের দাবি, এই প্রথম দুবরাজপুর শহরের বুকে ফ্লাডলাইটের নীচে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে, যা স্থানীয় ক্রীড়াজগতের জন্য এক বড় মাইলফলক।
advertisement
উদ্যোক্তাদের তরফে শেখ সাদ্দাম হোসেন জানান, ফাইনাল ম্যাচের জন্য অত্যাধুনিক ব্যবস্থাপনা করা হচ্ছে। গোটা মাঠ আলোকিত করতে বসানো হচ্ছে মোট ১২টি ফ্লাডলাইট টাওয়ার। পাশাপাশি নিরাপত্তার জন্য পুরো মাঠ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। খেলার স্বচ্ছতা বজায় রাখতে থাকবে রিভিউ সিস্টেম এবং লাইভ টেলিকাস্টের ব্যবস্থাও। কলকাতার একটি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকদের বাড়তি আকর্ষণের জন্য বাজি শো ও বিশেষ ফ্ল্যাশলাইট শোর মতো বিনোদনমূলক আয়োজনও থাকছে বলে জানান তিনি। এই ফাইনাল ম্যাচে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এছাড়াও টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রাক্তন বিধায়ক, নানুরের বিধায়ক, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে শতদ্র দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ফ্রিজ করল সিট
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনও তৎপর। এদিন দুবরাজপুর পৌর ক্রীড়া কেন্দ্র পরিদর্শন করেন ডিএসপি (ক্রাইম) প্রতীক রায় এবং দুবরাজপুর থানার ওসি মনোজ সিং। তাঁরা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে মাঠে ঢোকা-বেরোনোর পথ, দর্শক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, পানীয় জল-সহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।