দু’গোলে পিছিয়ে পড়েও পাঁচ- পাঁচটা গোল দেওয়া কোনও মুখের কথা নয় ৷ কিন্তু এদিন সেই কঠিন কাজটাই অনায়াসে করে দেখিয়েছেন ইয়ং লায়ন্সরা ৷ ফোডেনদের হেডস্যারও তাই উচ্ছ্বসিত ৷ ম্যাচ শেষে তিনি জানান, ‘‘ এখনও বিশ্বাসই হচ্ছে না আমরা চ্যাম্পিয়ন ৷ এই জয় শৃঙ্খলা, ব্যক্তিগত দক্ষতা ও ইংল্যান্ড ফুটবলের জয় ৷ বিরতিতেই দলের ছেলেদের বলেছিলাম দু’গোল খেয়ে গেলেও আমরা পারব ৷ কখনই খুব একটা টেনশনে পরে যাইনি আমরা ৷ ছেলেরাও নিজেদের কাজটা ঠিকঠাক করতে সফল ৷ এই জয় উৎসর্গ করছি দেশের এফএ অ্যাকাডেমিগুলিকে ৷ এই রেজাল্টের জন্য গত তিন-চার বছর অমানুষিক পরিশ্রম করেছেন তাঁরা ৷ ’’
advertisement
ম্যাচে ইংল্যান্ড পাঁচটা গোল করলেও সোনার বুট পাওয়া ব্রিউস্টারের গোলের আলাদা করে প্রশংসা করেন ইংল্যান্ড কোচ ৷ স্টিভ কুপার বলেন, ‘‘ মোক্ষম সময় গোল করেছিল ব্রিউস্টার ৷ ওর গোলটাই দলকে আত্মবিশ্বাস জোগায় ৷ ’’
১৯৬৬ সালে মাত্র একবারই সিনিয়রদের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড ৷ তারপর চলতি বছরেই অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পরপর চ্যাম্পিয়ন ৷ ব্রিউস্টাররাই এখন স্বপ্ন দেখাচ্ছেন ইংলিশ ফুটবলকে ৷ এখন আর ইংল্যান্ড ফুটবল মানেই লং বলে খেলা নয় ৷ শুধু পাস আর পাস ৷ আর সঙ্গে অবশ্যই টিমগেম ৷
ম্যাচের সব গোলগুলি দেখে নিন নীচে আরেকবার ৷