স্টিভ ক্যাপেলোর এটিকে প্রথম ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করল ৷ যা এটিকে-র আইএসএল ইতিহাসে প্রথমবার ৷ এর আগে কোনও আমলেই এটিকে হার দিয়ে মরশুম শুরু করেনি ৷
পাশাপাশি চিরকালই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকের লড়াই শিরোনাম ছিনিয়ে নিলেও, পারফরম্যান্সের দিকে কলকাতার পাল্লাই ছিল ভারী ৷ শনিবারের ম্যাচের আগে এটিকে বনাম কেরল ছিল ৫-১ ৷ সেই পরিসংখ্যানে নিজেদের নামের পাশে আরও একটি জয় বসিয়ে নিল কেরল ব্লাস্টার্স ৷
advertisement
এদিন ম্যাচ শেষ হল ২-০ গোলে ৷ এটিকে গোলমুখী আক্রমণ শানালেও একবারের জন্যেও পজিটিভ স্ট্রাইক শানাতে পারেনি ৷ প্রথম দিনের ম্যাচে দেখে ক্যাপেলোর দলকে বেশ ছন্নছাড়াই মনে হল ৷
এদিন অ্যাওয়ে ম্যাচ হলেও কেরল ব্লাস্টার্সকে ডেভিড জেমসের কোচিংয়ে অনেক বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল ৷ আর প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধের শুরুতে না হলেও ৭৭ মিনিটে গোল মুখ খুলে ফেলে তারা ৷ এটিকে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ও গোল দুর্গের দায়িত্বে থাকা অরিন্দমকে ফ্লপ করে প্রথম গোল করেন পপলাটনিক৷
তবে এক গোলেও ক্ষান্ত দেয়নি কেরালা ৷ এর ঠিক ন’ মিনিট বাদে এটিকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্টোজ্যানোভিচ ৷ এদিন এটিকের সবচেয়ে বড় সুযোগ জয়েশ রানা ম্যাচের ৩৯ মিনিটে ৷
এদিনের ম্যাচে এটিকে ছন্নছাড়া দল হিসেবে খেলেছে ৷ ৩৪৪টি পাস খেলেছে তারা ৷ তারমধ্যে মাত্র ২২৪ টি পাস কমপ্লিট করেছে ক্যাপেলোর ছেলেরা৷ অন্যদিকে ডেভিড জেমসের ছেলেরা ৪২৭ টি পাসের ৩১০ টি কমপ্লিট করেছে ৷
প্রথম ম্যাচের ভুল থেকে ওয়েক আপ কল নিলে ভালো তা দলের জন্য এবং তার সমর্থকদের জন্য ৷