ডাবল হ্যাটট্রিক বয় ব্রিউস্টার
আমেরিকার পর ব্রাজিল। এক বিশ্বকাপে দু-দুটি হ্যাটট্রিক রিয়ান ব্রিউস্টারের। ইংল্যান্ডের যুব দলের ইতিহাসে লিভারপুলের এই তারকাই এখন টপ স্কোরার। কোয়ার্টার ফাইনালে প্রথম হ্যাটট্রিক করে বিশ্বকাপের নজরে এসেছিলেন। আর যুবভারতীকে ওয়েম্বলি বানিয়ে দিলেন একাই। সাত গোল করে বিশ্বকাপের টপ স্কোরার এই ব্রিটিশ।
এক বছরে দুটি ফাইনাল
advertisement
এক বছরে ফিফার দুটি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর কলকাতায় অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের ফাইনালে স্টিভ কুপারের দল। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে উল্লাস ব্রিটিশ শিবিরে। কলকাতা থেকেই কাপ নিয়ে যেতে চান ইংলিশ কোচ স্টিভ কুপার। তাঁর দাবি, সব পরিকল্পনা লেগে গিয়েছে।
ডোবাল নড়বড়ে ডিফেন্স
গোল মিস, ম্যাচ মিস। বিনা দ্বিধায় স্বীকার করলেন ব্রাজিল কোচ অ্যামিদিউ কার্লোস। তবুও শনিবার প্রিয় কলকাতায় মাঠে নামার সুযোগ পাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের তৃতীয় স্থানের ম্যাচে খেলবে কার্লোসের দল। বিশেষজ্ঞদের মতে, নড়বড়ে ডিফেন্সের জন্যই কলকাতায় হার ব্রাজিলের।
সকালে রিও, সন্ধ্যায় ওয়েম্বলি
রিও হতে পারল না কলকাতা। বরং বুধ সন্ধ্যায় ওয়েম্বলি হল এই শহর। ব্রাজিল হারল, জিতল যুবভারতী। সকাল থেকেই টিকিটের হাহাকার, দুপুরে মুষল বৃষ্টি, বিকেলের আবার রোদ। এরমধ্যেই শহর যুবভারতী মুখী। ব্রাজিলের জন্য সারাদিন গলা ফাটিয়ে সন্ধ্যায় মন খারাপ শহরের। তবুও শনিবার আরও একটা সুযোগ থাকছে ব্রাজিলকে দেখার জন্য। সঙ্গে ইংল্যান্ড তো থাকবেই।
বৃহস্পতিবার শহরে ইনফ্যান্তিনো
ঠাসা কর্মসূচি। প্রচুর বৈঠক। এরসঙ্গে এই প্রথম ফিফার গর্ভনিং কাউন্সিলের বৈঠক জুরিখের বাইরে। এতকিছু মাথায় নিয়ে বৃহস্পতিবার কলকাতায় আসছেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো। ২৭ তারিখ সকালে বাইপাসের এক পাঁচ তারায় ঠাসা কর্মসূচি নিয়ে বৈঠকে বসবেন তিনি। বেশ কয়েক দফা অ্যাজেন্ডায় সবার নজর পরবর্তী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ নিয়ে। অনূর্ধ্ব-১৭-র পর যার জন্য বিড করবে ভারত।