এই প্লেগ্রাউন্ডে খেলাধুলো করতে পারবে শিশুরা। পাশাপাশি বড়রাও এই প্লেগ্রাউন্ডে খেলার সুযোগ পাবে। এইখানে পিকেল বল খেলার জন্য তৈরি করা হয়েছে একটি কোট। যা পুরুলিয়ার বুকে একেবারেই প্রথম। পিকেল বল হল একটি জনপ্রিয় র্যাকেট খেলা। সারা বিশ্ব জুড়ে এই খেলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। খানিকটা টেনিসের মতো ধাঁজে এই খেলা হয়। একসাথে দুজন অথবা চারজন খেলতে পারে পিকেল বল। পুরুলিয়াতে এই খেলার পরিচিতি সেভাবে নেই। তাই বাচ্চাদের আকর্ষণের অন্যতম অংশ হয়ে উঠতে চলেছে এই খেলা।
advertisement
এ বিষয়ে শিল্পপতি নরেশ আগারওয়াল বলেন, বর্তমানে সকলেই মোবাইলে আসক্ত। সামান্য সময় বেরোলেও মাঠে যাওয়া হয়ে ওঠে না। তাই তাদের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা। খুব ইজি ও মডার্ন একটি গেম এটি। কোনও বয়স সময় সীমা নেই এই গেম খেলার। অ্যাপের মাধ্যমে বুকিং করে এই গেম খেলা যাবে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও আনন্দ উপভোগ করতে পারবে এখানে।
হাজারো কর্মব্যস্ততার মাঝে মানসিকভাবে শান্তি খুঁজে নিতে অনেকেই স্পোর্টস অ্যাকটিভিটির খোজে থাকেন। কিন্তু প্রান্তিক এলাকা পুরুলিয়াতে সেইভাবে কোন স্পোর্টস অ্যাক্টিভিটি নেই। তাই তাদের জন্য আদর্শ হয়ে উঠতে চলেছে এই মডার্ন গেম। শিশুদের পড়াশুনোর পাশাপাশি অত্যাধুনিক গেম খেলার সুযোগ মিলবে এখানে।
Sharmistha Banerjee





