TRENDING:

Yash Dayal : এক মহিলার মারাত্মক অভিযোগ, গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেটার! FIR দায়ের

Last Updated:

Yash Dayal:আরসিবি ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে এক মহিলা মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। ওই মহিলা এই বিষয়ে IGRS (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম) পোর্টালে অভিযোগ দায়ের করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: আর কি তবে বাঁচার রাস্তা রইল না কোহলির সতীর্থ যশ দয়ালের!
News18
News18
advertisement

আরসিবি ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে এক মহিলা মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। ওই মহিলা এই বিষয়ে IGRS (ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম) পোর্টালে অভিযোগ দায়ের করেছেন। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী ফাস্ট বোলারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যৌন হেনস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন- ভারতীয় দলের তারকা, এদিকে কলকাতায় ‘ঠিকানা’ নেই! আকাশদীপ কোথায় থাকেন জানেন?

এই বিষয়টি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে, এবং পীড়িতার তরফ থেকে মহিলা হেল্পলাইন-এও অভিযোগ জানানো হয়েছিল। RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) দলের তারকা পেসার যশ দয়াল-এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

মহিলা অভিযোগ করেছেন, তিনি গত ৫ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর দাবি, যশ দয়াল তাঁকে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন করেছেন। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, যখন তিনি যশ দয়ালের সঙ্গে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন তখন তাঁকে মারধর করা হয়।

advertisement

এফআইআরে উল্লেখ করা হয়, অভিযোগ করা মহিলা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যশ দয়াল তাঁর সঙ্গে ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদেরও ওই ক্রিকেটার একইরকম আশ্বাস দিয়েছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে গাজিয়াবাদের সার্কেল ইন্সপেক্টরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Yash Dayal : এক মহিলার মারাত্মক অভিযোগ, গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেটার! FIR দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল