TRENDING:

Smriti Mandhana : বিয়েটা ভাঙছেই! স্মৃতি-পলাশের পথ হয়ে গেল আলাদা, পাওয়া গেল বড়সড় ইঙ্গিত! একটা ভুলে এতদিনের সম্পর্ক শেষ

Last Updated:

Smriti Mandhana : স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত করার সিদ্ধান্তও ঘোষণা হয়েছিল। কিন্তু এর মধ্যেই নিজের সব পোস্ট ডিলিট করে দেন স্মৃতি, তার পরেই জল্পনা আরও বাড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত করার সিদ্ধান্তও ঘোষণা হয়েছিল। কিন্তু এর মধ্যেই নিজের সব পোস্ট ডিলিট করে দেন স্মৃতি, তার পরেই জল্পনা আরও বাড়ে।
News18
News18
advertisement

বিয়ে আপাতত স্থগিত, সেই ঘোষণার পর ভক্তরা লক্ষ্য করেন, স্মৃতি নীরবে ইনস্টাগ্রাম থেকে তাঁর এনগেজমেন্ট ঘোষণার ভিডিও মুছে ফেলেছেন। ভাইরাল সেই রিলে তাঁকে সতীর্থ জেমিমাহ রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং অরুন্ধতী রেড্ডির সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। আর শেষদিকে তাঁর এনগেজমেন্ট রিং–এর ঝলক দেখানো হয়েছিল।

এবার জানা যাচ্ছে, স্মৃতির সতীর্থরাও তাঁদের প্রোফাইল থেকে সেই ভিডিও সরিয়ে দিয়েছেন। ফলে স্মৃতি ও তাঁর সতীর্থদের এমন সিদ্ধান্ত সোশ্য়াল মিডিয়ায় জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে। স্মৃতি বা পলাশ—কেউই এখনও পর্যন্ত এসব গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। এদিকে, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “এটা এমন কিছু নয় যা আপনি মুছে দিলেন, যদি না বড় কিছু ঘটে থাকে।” আরেকজন মন্তব্য করেছেন, “ওর শান্তি প্রাপ্য।”

advertisement

আরও পড়ুন- ‘বিয়ের পরও সম্পর্ক…আমার বাচ্চাদের…!’ খুবই ঘনিষ্ঠ চ্যাট! মেরিকে এমন কথা বলেছিলেন পলাশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম
আরও দেখুন

রিপোর্টে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের সকালেই স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দেয়। দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে বিয়ের সব প্রস্তুতি থমকে যায়। স্মৃতির বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পলাশের। এর পর জানা যায়, পলাশও আবেগতাড়িত হয়ে পড়েন। পলাশের মা জানান, খবর শোনার পর তাঁর ছেলে কান্নায় ভেঙে পড়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Smriti Mandhana : বিয়েটা ভাঙছেই! স্মৃতি-পলাশের পথ হয়ে গেল আলাদা, পাওয়া গেল বড়সড় ইঙ্গিত! একটা ভুলে এতদিনের সম্পর্ক শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল