Mary D'Costa : 'বিয়ের পরও সম্পর্ক...আমার বাচ্চাদের...!' খুবই ঘনিষ্ঠ চ্যাট! মেরিকে এমন কথা বলেছিলেন পলাশ, তাও বিয়ের আগের রাতে

Last Updated:
Mary D'Costa : পলাশ মুচ্ছল নাকি মেরিকে বলেছেন, ‘আমার বাচ্চাদের তোমার বাচ্চাদের সঙ্গে সেট করে দেব’। এছাড়াও তিনি মেরিকে নিয়ে একটি অভিজাত হোটেলে সুইমিং করবেন বলেও প্রস্তাব দেন।
1/6
 স্মৃতি-পলাশের বিয়ের যাবতীয় নাচের অনুষ্ঠানের কোরিওগ্রাফি করার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ চ্যাট করে ফেললেন পলাশ মুচ্ছল। তাও আবার স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ের ঠিক আগের দিন! স্মৃতি-পলাশের বিয়ের ভবিষ্যত কী, তা নিয়ে এখন প্রশ্ন রয়েছে।
স্মৃতি-পলাশের বিয়ের যাবতীয় নাচের অনুষ্ঠানের কোরিওগ্রাফি করার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত তাঁর সঙ্গেই ঘনিষ্ঠ চ্যাট করে ফেললেন পলাশ মুচ্ছল। তাও আবার স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ের ঠিক আগের দিন! স্মৃতি-পলাশের বিয়ের ভবিষ্যত কী, তা নিয়ে এখন প্রশ্ন রয়েছে।
advertisement
2/6
সবটাই সোশাল মিডিয়ার গুঞ্জন। সত্যিই মেরি ডিকোস্টা নামের এই মহিলার সঙ্গে পলাশ ঘনিষ্ঠ চ্যাট করেছিলেন কি না তা জানা যায়নি এখনও। নিজের সোশাল মিডিয়া থেকে যাবতীয় ছবি মুছে ফেলেছেন মেরি। ফলে কিছু একটা যে ঘটেছিল, তার আন্দাজ করছেন অনেকেই।
সবটাই সোশাল মিডিয়ার গুঞ্জন। সত্যিই মেরি ডিকোস্টা নামের এই মহিলার সঙ্গে পলাশ ঘনিষ্ঠ চ্যাট করেছিলেন কি না তা জানা যায়নি এখনও। নিজের সোশাল মিডিয়া থেকে যাবতীয় ছবি মুছে ফেলেছেন মেরি। ফলে কিছু একটা যে ঘটেছিল, তার আন্দাজ করছেন অনেকেই।
advertisement
3/6
পলাশ মুচ্ছল নাকি মেরিকে বলেছেন, ‘আমার বাচ্চাদের তোমার বাচ্চাদের সঙ্গে সেট করে দেব’। এছাড়াও তিনি মেরিকে নিয়ে একটি অভিজাত হোটেলে সুইমিং করবেন বলেও প্রস্তাব দেন।
পলাশ মুচ্ছল নাকি মেরিকে বলেছেন, ‘আমার বাচ্চাদের তোমার বাচ্চাদের সঙ্গে সেট করে দেব’। এছাড়াও তিনি মেরিকে নিয়ে একটি অভিজাত হোটেলে সুইমিং করবেন বলেও প্রস্তাব দেন।
advertisement
4/6
বিয়ের পরও মেরির সঙ্গে সম্পর্ক রাখতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন পলাশ। মুম্বইয়ের এই কোরিওগ্রাফার মেরি এখন আলোচনার কেন্দ্রে। পলাশ তাঁকে আরও বলেন, স্মৃতির সঙ্গে লং ডিসটেন্স রিলেশনে তিনি আর খুশি নন।
বিয়ের পরও মেরির সঙ্গে সম্পর্ক রাখতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন পলাশ। মুম্বইয়ের এই কোরিওগ্রাফার মেরি এখন আলোচনার কেন্দ্রে। পলাশ তাঁকে আরও বলেন, স্মৃতির সঙ্গে লং ডিসটেন্স রিলেশনে তিনি আর খুশি নন।
advertisement
5/6
বিয়ে ও এনগেজমেন্ট সংক্রান্ত সমস্ত পোস্ট ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন স্মৃতি। ফলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটমহলে ও সামাজিক মাধ্যমে। পলাশ ও স্মৃতির বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।
বিয়ে ও এনগেজমেন্ট সংক্রান্ত সমস্ত পোস্ট ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন স্মৃতি। ফলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটমহলে ও সামাজিক মাধ্যমে। পলাশ ও স্মৃতির বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।
advertisement
6/6
ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো গুঞ্জন। তবে এখনও পর্যন্ত মেরি ডিকোস্টা কোনও কথা বলেননি এই ব্যাপারে। এমনকী পলাশ বা স্মৃতিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো গুঞ্জন। তবে এখনও পর্যন্ত মেরি ডিকোস্টা কোনও কথা বলেননি এই ব্যাপারে। এমনকী পলাশ বা স্মৃতিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
advertisement
advertisement
advertisement