এক ব্যক্তি মুখে ঠাসা গুটখা নিয়ে ফোনে কথা বলছেন। তাঁর পাশে বসে রয়েছে একজন মহিলা। কানপুরের গ্যালারিতে এমন ছবি দেখে অনেকেই হেসে গড়াগড়ি খেলেন। কেউ আবার ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, স্টেডিয়ামের গ্যালারিতে বসে গুটখা চেবানো একেবারে অনৈতিক কাজ।
আরও পড়ুন- শ্রেয়স এবং জাদেজার ১১৩ রানের পার্টনারশিপে কানপুরে চালকের আসনে ভারত
advertisement
কানপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে ভারতীয় দল চালকের আসনে। চার উইকেট হারিয়ে ২৫৮ রান ভারতের। প্রথম দিনে এমন স্কোর বেশ ভাল বলা চলে। অভিষেক টেস্টে খেলতে নেমে ৭৫ রানে অপরাজিত শ্রেয়স আইয়ার। শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজাও এদিন হাফ সেঞ্চুরি করেছেন। তবে সব কিছু ছাপিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় হিট কানপুরের গ্যালারির ওই ব্যক্তি। তাঁর ছবি এখন ভাইরাল।
১৪৫ রানে চার উইকেট হারিয়ে সাময়িক সমস্যায় পড়ে ভারতীয় দল। তবে শ্রেয়স ও জাদেজার জুটি সেখান থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। এই জুটি যখন ক্রিজে ছিল, ঠিক তখনই ম্যাচের ৭০ ওভারের মাথায় গ্যালারির দিকে তাক করে ক্যামেরা। তখনই ওই ব্য়ক্তি লেন্সে ধরা পড়েন। মুখে ঠাসা গুটখা। তা নিয়েই গাল ফুলিয়ে ফোনে কথা বলছিলেন তিনি। আর তাঁর পাশে বসে থাকা মহিলা চেয়ে ছিলেন সেই ব্যক্তির দিকে।
ম্যাচের থেকেও বেশি কথা শুরু হয় সেই ব্য়ক্তিকে নিয়ে। তিনিই ট্রেন্ড হয়ে ওঠেন। অনেকে বলতে শুরু করেন, এমন দৃশ্য একমাত্র কানপুরেই দেখা যায়। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরও সেই ছবি শেয়ার করেন। নেটিজেনদের অনেকেই সেই ব্যক্তির ভাইরাল ছবি নিয়ে মজা করতে শুরু করেন। ম্যাচের মাঝে তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়া ব্যস্ত হয়ে ওঠে। উল্লেখ্য, কানপুর টেস্টের প্রথম দিন শ্রেয়স ৭৫ ও জাদেজা ৫০ রানে অপরাজিত রয়েছেন।