আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!
এই অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ ৷ ১৯৮৫ সালের ৩০ মার্চ, শ্রীলঙ্কা সফরের শেষ দিনে ঘটেছিল ওই জঘন্য ঘটনা। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিচেল বলেছেন, ‘‘ ওই ঘটনা আমার মনে গভীর ভাবে ছাপ ফেলেছিল ৷ অনেক বছর ওই ঘটনা থেকে বেরোতে পারিনি ৷ অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে সুযোগ এরকম ঘটনা যাতে মুছে ফেলা যায় ৷ ’’
advertisement
আরও পড়ুন-নতুন বছরে সঙ্গে থাক সুস্বাস্থ্যের আশীর্বাদ, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
এই ঘটনা জানাজানি হওয়ার পর অবশ্য অনেক প্রশ্নই উঠছে এখন ৷ কারণ অনেকেই মনে করছেন, হঠাৎ এত বছর পর এই কথা কেন বললেন মিচেল ৷ এতদিন কোথায় ছিলেন তিনি ? মিচেলের বয়স এখন ৫০ পেরিয়েছে ৷ মিচেল জানান, কোনও কড়া ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাঁকে ৷ হুঁশ ফেরেনি বেশ কয়েক ঘণ্টা ৷ টিমমেটরাই তাঁর দেশে ফেরার ব্যবস্থা করেন ৷ মিচেলের আশা, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড হয়তো বিষয়টা গম্ভীরভাবে দেখবে ৷ এতে দেশের ক্রিকেটেরই উন্নতি হবে ৷ ভবিষ্যতে আর যাতে কোনও ক্রিকেটারকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয় ৷ সে বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন বোর্ডের ৷