TRENDING:

Ex-Australian Cricketer Sexually abused: শ্রীলঙ্কা-ভারত সফরে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, ৩৫ বছর পর চাঞ্চল্যকর অভিযোগ অজি ক্রিকেটারের !

Last Updated:

Former Australian teen cricketer Jamie Mitchell has alleged that he was sexually abused: ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ৷ সেই সময় জেমি মিচেল নামের এক ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ৷ তাঁকে ধর্ষণ করেছিলেন টিমেরই একজন ডাক্তার !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন: অস্ট্রেলিয় ক্রিকেটে বিতর্কের অভাব নেই ৷ প্রায় ৩৫ বছর আগের একটি ঘটনায় সে দেশে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ৷ সেই সময় জেমি মিচেল নামের এক ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ৷ তাঁকে ধর্ষণ করেছিলেন টিমেরই একজন ডাক্তার ৷ এমনটাই অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের ৷ এই ঘটনা এতদিন পরে প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে অজি ক্রিকেট মহলে (Ex-Australian Cricketer Sexually Abused) ৷
Photo Courtesy: Reuters
Photo Courtesy: Reuters
advertisement

আরও পড়ুন-ডেট করতে আসা মহিলাকে ফেলে পালিয়ে গেলেন প্রেমিক, কারণ জানাজানি হতেই হতবাক সকলে!

এই অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ ৷ ১৯৮৫ সালের ৩০ মার্চ, শ্রীলঙ্কা সফরের শেষ দিনে ঘটেছিল ওই জঘন্য ঘটনা। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিচেল বলেছেন, ‘‘ ওই ঘটনা আমার মনে গভীর ভাবে ছাপ ফেলেছিল ৷ অনেক বছর ওই ঘটনা থেকে বেরোতে পারিনি ৷ অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে সুযোগ এরকম ঘটনা যাতে মুছে ফেলা যায় ৷ ’’

advertisement

আরও পড়ুন-নতুন বছরে সঙ্গে থাক সুস্বাস্থ্যের আশীর্বাদ, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

এই ঘটনা জানাজানি হওয়ার পর অবশ্য অনেক প্রশ্নই উঠছে এখন ৷ কারণ অনেকেই মনে করছেন, হঠাৎ এত বছর পর এই কথা কেন বললেন মিচেল ৷ এতদিন কোথায় ছিলেন তিনি ? মিচেলের বয়স এখন ৫০ পেরিয়েছে ৷ মিচেল জানান, কোনও কড়া ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাঁকে ৷ হুঁশ ফেরেনি বেশ কয়েক ঘণ্টা ৷ টিমমেটরাই তাঁর দেশে ফেরার ব্যবস্থা করেন ৷ মিচেলের আশা, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড হয়তো বিষয়টা গম্ভীরভাবে দেখবে ৷ এতে দেশের ক্রিকেটেরই উন্নতি হবে ৷ ভবিষ্যতে আর যাতে কোনও ক্রিকেটারকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয় ৷ সে বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন বোর্ডের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ex-Australian Cricketer Sexually abused: শ্রীলঙ্কা-ভারত সফরে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, ৩৫ বছর পর চাঞ্চল্যকর অভিযোগ অজি ক্রিকেটারের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল