TRENDING:

Viral Video: চেয়ার কাঁধেই ময়দান ছাড়লেন ইংল্যান্ডের ক্রিকেটাররা! কিন্তু কেন এমন ঘটল?

Last Updated:

Viral || England vs South Africa test: কারও হাতে একটি চেয়ার। কেউ বা হাতে একটা আর কাঁধে একটা চেয়ার তুলে নিয়ে যাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল ভিডিও: মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট তারকারা। পরনে সাদা পোশাক এবং লাল টুপি। কারও হাতে একটি চেয়ার। কেউ বা হাতে একটা আর কাঁধে একটা চেয়ার তুলে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার সটান মাথায় চাপিয়ে নিয়েছেন চেয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ছবি ভাইরাল হয়েছে। যা দেখে মজায় মেতেছেন নেটিজেনরা। কিন্তু এই ছবির পিছনে আসল গল্পটা ঠিক কী?
ইংল্যান্ড ক্রিকেট তারকাদের ভাইরাল ভিডিও
ইংল্যান্ড ক্রিকেট তারকাদের ভাইরাল ভিডিও
advertisement

বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দলের খেলা চলছে। দুই দলের মধ্যে প্রথম তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ হয়েছে। এই সিরিজ ড্র হয়েছিল। ওয়ান-ডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। এখানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দলকে ২-১-এ হারিয়ে সিরিজ জয় করে।

আরও পড়ুন : সুখবর! মোদি সরকারের বিশাল উপহার! ভোজ্য তেলের MRP-তে এবার অতিভারী পতন, ব্যাপক সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম

advertisement

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গত ২৭ জুলাই ব্রিস্টলে খেলা হয়েছিল। এই ম্যাচে ইংল্যান্ড ৪১ রানে জয়ী হয়েছিল। এর পর ২৮ জুলাই কার্ডিফে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এখানে আফ্রিকানরা আগের ম্যাচের প্রতিশোধ নেয় এবং ইংল্যান্ড ক্রিকেট দলকে ৫৮ রানে পরাজিত করে। সিরিজ ১-১-এর সমতাতেই ছিল। ফলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুই দলের জন্য। তবে সাউথহ্যাম্পটনে অনুষ্ঠিত এই ম্যাচে ৯০ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকার দলটি। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

advertisement

তবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান-ডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আগামী ১৭ অগাস্ট থেকে শুরু হচ্ছে আসল পরীক্ষা। আসলে দুই দলের মধ্যে যথাক্রমে তিনটি ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলা হবে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ইংল্যান্ড দলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ছবিটিতে দেখা যায় যে, ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা টিম ফটো তোলার পরে চেয়ার তুলে নিয়ে মাঠের বাইরে যাচ্ছেন।

advertisement

এই সংক্রান্ত একটি ছবি ইংল্যান্ড দলের ফ্যান ক্লাব বার্মি আর্মি (Barmy Army) নিজেদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এই ছবিতে প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)-সহ সমস্ত খেলোয়াড়কে চেয়ার হাতে দেখা গিয়েছে। ক্যাপশনে বার্মি আর্মি লিখেছে, 'দ্য অ্যানুয়াল লর্ডস চেয়ার-ক্যারিং ফটো'।

advertisement

আরও পড়ুন : সম্পর্কের বিষ তছনছ করে দেয় জীবন! 'বিষাক্ত সম্পর্ক' চিনে নিন 'এই' লক্ষণ দেখে! সতর্ক থাকুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আসলে কোনও সিরিজ শুরু হওয়ার আগে গোটা দলের ছবি তোলা হয়। আর ভাইরাল হওয়া ছবিটি সেই মুহূর্তেই তোলা হয়েছিল। ফটো সেশনের হয়ে যাওয়ার পরে সমস্ত ক্রিকেটার নিজেদের চেয়ার তুলে নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। ইংল্যান্ড দলের খেলোয়াড়দের এই ছবি নিয়ে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক ব্যবহারকারী আবার লিখেছেন, “ঠিক এই ভাবে কোনও বিয়েবাড়িতে আমি আর আমার বন্ধু মারপিট করি।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “কে বেশি ভালো করছে! জিমি না পপ?”

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: চেয়ার কাঁধেই ময়দান ছাড়লেন ইংল্যান্ডের ক্রিকেটাররা! কিন্তু কেন এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল