ইংল্যান্ডের শক্তি (England's strengths)- ইংল্যান্ডের (England) শক্তি রয়েছে তাদের বিস্ফোরক এবং গভীরতাযুক্ত ব্যাটিং লাইন আপে৷ টি টোয়েন্টির এক নম্বর দলে রয়েছেন ডেভিড মালান৷ ভারতের বিরুদ্ধে তিনি বেশ কিছু দারুণ শট খেলেন৷ বিশেষত স্পিনারদের বিরুদ্ধে তিনি দারুণ৷ জেসন রয়, জস বাটলার, জননি বারিস্তো নিজেদের দিন বিপক্ষের যেকোনও বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দিতে পারেন৷ এই তিন ‘জে’-র বাইরে মইন আলি অপূর্ব ফর্মে রয়েছেন৷ মইন আলি আইপিএলে সিএসকে -র জার্সিতে চমৎকার পারফরম্যান্স দিয়েছেন৷ ধোনি তাঁকে তিন নম্বরে পাঠিয়ে তাঁর থেকে সেরাটা বার করে আনতে পেরেছেন৷ ভারতের বিরুদ্ধে ২০ বলে ৪৩ রান করেছেন ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে৷
advertisement
আরও পড়ুন - ICC T20 World Cup 2021: বিশ্বকাপের শক্ত দাবিদার, জেনে নিন কেমন হল বিরাট কোহলির ভারতীয় দল
ইংল্যান্ডের দুর্বলতা (England's weakness)- ইংল্যান্ড দলের ব্যাটিং লাইন আপ ও অলরাউন্ডার তেমনিই তাদের দুর্বলতা তাঁদের স্লো বোলারের অভাব এবং স্পিনার৷ ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির পিচ স্পিনারদের সাহায্য করবে৷ ইংল্যান্ড একজন মাত্র পুরো টাইম স্পিনার আদিল রশিদকে নিয়েছেন৷ কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে এখনও অবধি তাঁর পারফরম্যান্স নেহাতই পানসে৷ আইপিএল ২০২১ (IPL 2021) তিনি ৪ ওভার বল করে ৩৫ রান দিয়েছেন কোনও উইকেট পাননি৷ ভারতের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচেও ৩ ওভারে ৩৬ রান দিয়েছেন৷
লেগ স্পিনার ছাড়া অধিনায়ক ইয়ন মর্গ্যানের ফর্মও ইংল্যান্ডের (England) জন্য বড় চিন্তার কারণ৷ ইয়ন মর্গ্যান নিজের ব্যাটিং নিয়ে খুবই সমালোচিত হয়েছেন৷ আইপিএল ২০২১ (IPL 2021) মর্গ্যান ১৭ ম্যাচ খেলেছেন যাতে ১১.০৮ গড়ে ১৩৩ রান করেছেন৷ ভারতের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলেননি তিনি৷
আরও পড়ুন - Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল
ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের দল (England T20 World Cup) -
ইংল্যান্ড দল (England Squad) - ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনাথন বেয়রিস্তো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, তাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
রিজার্ভ (Reserves) - লিয়াম ডায়সন, জেমস ভিনসি.রিস টপলে