ICC T20 World Cup 2021: বিশ্বকাপের শক্ত দাবিদার, জেনে নিন কেমন হল বিরাট কোহলির ভারতীয় দল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মেন্টর মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য তৈরি ভারতীয় ক্রিকেট দল (Indian CricketTeam) ৷
#কলকাতা: মেন্টর মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য তৈরি ভারতীয় ক্রিকেট দল (Indian CricketTeam) ৷ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথম ম্যাচের জন্য প্রতিপক্ষ পেয়েছে পাকিস্তানকে৷
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে৷ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া (India vs Pakistan)৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) মোট ৫ বার মুখোমুখি হয়েছে৷ প্রতিবারই জিতেছে ভারত৷ টি টোয়েন্টি ২০২১ বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য যে ১৫ জনের দল বাছাই করা হয়েছে তারা প্রত্যেকেই আইপিএলে খেলছিলেন৷
advertisement
দেখে নিন কারা রয়েছেন ১৫ জনের ক্রিকেট দল (List of Indian players for the T20 World Cup in 2021)
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল-বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি৷
advertisement
advertisement
রিজার্ভ প্লেয়ার (Reserve Player) -শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল
বিরাট কোহলি আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতেই পাকিস্তানের বিরুদ্ধে নিজের প্রথম একাদশ বেছে নিতে পারেন৷ কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ (India's Probable 11 )৷
advertisement
ওপেনার (Opener)- ভারতের পক্ষ থেকে রোহিত শর্মা ও কেএল রাহুল ওপেনিং করবেন , কার্যত নিশ্চিত৷ রাহুল আইপিএল ২০২১ -এ ৬২৬ রান করেছেন৷ লাগাতার চতুর্থ মরশুম তিনি ৫৭৫ -র চেয়ে বেশি রান করলেন৷ রোহিত এই মরশুমে আইপিএলে খুব ভালো কিছু করতে পারেননি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর রেকর্ড দারুণ৷ রোহিত টি টোয়েন্টিতে ৬ টি শতরান ও কেএল রাহুল ৪ টি শতরান করেছেন৷ রোহিতের স্ট্রাইকরেট ১৩৮, রাহুলের ১৪২৷
advertisement
মিডল অর্ডার (Middle Order)- ভারত অধিনায়ক বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামবেন৷ আইপিএলে কোহলি ১৫ ম্যাচে তিনটি অর্ধশতরান নিয়ে মোট ৪০৫ রান করেছেন৷ ঋষভ পন্থ আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের পক্ষ থেকে চতুর্থ নম্বরে ব্যাট করছেনষ এই বিশ্বকাপেও বিরাট তাঁকে সেই পজিশনেই ব্যাট করাতে পারেনষ ইশান কিষাণ ও সূর্য কুমার যাদবের ফর্মে ফেরত আসা টিম ইন্ডিয়ার জন্য ভালো খবর৷ ইশান কিষাণ মুম্বইয়ের হয়ে শেষ দুটি ম্যাচে জবরদস্ত অর্ধশতরান করেছেন৷ সূর্যকুমার যাদবও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৪০ বলে ৮২ রান করেছেন৷ হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা জারি৷ পান্ডিয়া যদি ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন তাহলে ইশান কিষাণ প্রথম একাদশে সুযোগ পাবেন না৷
advertisement
বোলার (Bowler) - সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ যাতে রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরের বড় ভূমিকা রয়েছে৷ শার্দুল ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন৷ জাদেজা ১৩ উইকেট নিয়েছেন৷ এছাড়া জাদেজা ১২ ইনিংসে ৯ বার অপরাজিত থেকে ২২৭ রান করেছেন৷ ভুবনেশ্বর কুমার এই মরশুমে ১১ ম্যাচে মাত্র ৬ টি উইকেট নিয়েছেন৷ তাই তৃতীয় জোরে বোলার হিসেবে শার্দুল ঠাকুরের খেলা কার্যত নিশ্চিত ৷
advertisement
ইন্ডিয়ান্সের বোলার জসপ্রীত বুমরাহ ও পঞ্জাব কিংসের মহম্মদ শামি জবরদস্ত ফর্মে রয়েছেন৷ এই মরশুমে ২ জন যথাক্রমে ২১ ও ১৯ উইকেট নিয়েছেন৷ স্পিনার বরুণ চক্রবর্তীর খেলাও কার্যত নিশ্চিত৷ কেকেআরের এই স্পিনার ১৭ ম্যাচে ৬.৫৮ ইকনমিতে ১৮ উইকেট নেন৷
সম্ভাব্য একাদশ-রোহিত শর্মা, কেএল রাহুল , বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া/ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী৷
রবি শাস্ত্রীর কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট আর বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর আর এই ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন না আগেই জানিয়ে দিয়েছেন৷ তাই এবারের টুর্নামেন্ট তাঁদের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা বড় মঞ্চ৷ পাশাপাশি ভারত অধিনায়ক হিসেবে দলকে একাধিক সাফল্য এনে দিলেও কোনও আইসিসি ট্রফি তিনি জিততে পারেননি৷ এবার তাঁর সামনে তাই এই সাফল্য ছোঁওয়ার হাতছানিও রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2021 9:22 PM IST

