TRENDING:

East Bengal : তিনজন ব্রাজিলিয়ান, একজন স্প্যানিশ এবং সাইপ্রাসের ফুটবলারের নাম ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের

Last Updated:

Emami East Bengal discloses the name of five foreign footballers. ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশির নাম ঘোষণা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেরিতে মাঠে নামলেও বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল এর নতুন ইনভেস্টার কোম্পানি ইমামি যে ভেতর ভেতর কাজ করছিল তা আগেই পরিষ্কার ছিল। শুধু ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যাটাইনের গ্রীন সিগন্যালের অপেক্ষা ছিল। এদের মধ্যে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল।
লাল হলুদ জার্সিতে খেলবেন ব্রাজিলের লিমা
লাল হলুদ জার্সিতে খেলবেন ব্রাজিলের লিমা
advertisement

তবে নাম শোনা যাচ্ছিল হেনরি কিসেকর। সেটা যে হবে না বোঝাই গেছিল। অবশেষে শুক্রবার পাঁচজন বিদেশি ফুটবলারের চূড়ান্ত নাম ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল। এরা হলেন চারালাম্বস কাইরিকু। সাইপ্রাসের এই ডিফেন্ডার ৩২ বছর বয়স। সে দেশের সব রকম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার। তলা থেকে খেলা তৈরি করতে পারেন।

advertisement

দ্বিতীয় জন পরিচিত বিদেশি ভারতীয় ফুটবলে। ইভান গঞ্জালেস। রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলের এফসি গোয়ার জার্সিতে ইন্ডিয়ান সুপার লীগে খেলেছেন। তার অনুমান ক্ষমতা দেখার মত। আলেক্স লিমা ইস্টবেঙ্গলের তিন নম্বর বিদেশি ফুটবলার। ইনিও খেলে গিয়েছেন জামশেদপুরে। লিমার স্কিল এবং পাস বাড়ানোর ক্ষমতা সকলেই জানেন। বা পায়ের এই মিডফিল্ডার যথেষ্ট অভিজ্ঞ। লিগ উইনার্স শিল্ড জয় করেছিলেন ভারতে।

advertisement

চতুর্থ বিদেশি হলেন ব্রাজিলের এলিয়ান্ডর। ফরওয়ার্ড খেলা ফুটবলার লিথুয়ানিয়া এবং মাল্টায় প্রচুর ম্যাচ খেলেছেন। থাইল্যান্ড ও খেলেছেন। গত দু'বছর সেখানে ২৩ গোল করেছেন এলিয়ানড্র। লাল হলুদ দলের পঞ্চম বিদেশি হলেন ক্লেটন সিলভা। ইনিও বেঙ্গালুরুতে খেলেছেন সুনীল ছেত্রীর পাশে। অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী ফুটবলার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ইমামি জানিয়েছে নিয়ম মেনে তাড়াতাড়ি এই পাঁচজন বিদেশিকে রেজিস্টার করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভারতে আনার চেষ্টা করা হচ্ছে। কারণ ডার্বিতে ২৮ তারিখ যত বেশি সম্ভব বিদেশী রাখতে চায় ইস্টবেঙ্গল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : তিনজন ব্রাজিলিয়ান, একজন স্প্যানিশ এবং সাইপ্রাসের ফুটবলারের নাম ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল