পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মেয়ে অভিজ্ঞাকে বাড়ির সকলে আদরে ডাকে ‘বিনি’। এগরা স্বরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্রী সে। ছোট থেকেই খেলাধুলার প্রতি ভীষণ ঝোঁক তার। তবে শুধু খেলাধুলাই নয়, নাচ, গান ও পড়াশোনাতেও সমান দক্ষ অভিজ্ঞা। কিন্তু দৌড় প্রতিযোগিতার মঞ্চেই যেন তার আসল পরিচয়। ইস্টবেঙ্গল মিট, মোহনবাগান মিট ও সিটি ক্লাব মিটসহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য এনে ইতিমধ্যেই নিজের নাম উজ্জ্বল করেছে সে।
advertisement
পরিবার ও স্কুল দু’পক্ষ থেকেই মিলেছে অগাধ সমর্থন। ছোট থেকেই অভিজ্ঞার মধ্যে ছিল এক অদম্য জেদ। প্রতিদিন ভোর চারটায় উঠে টানা তিন ঘণ্টা মাঠে অনুশীলন করে সে। সেই কঠোর অনুশীলনই আজ তাকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে। তার এই নিষ্ঠা ও অধ্যবসায় বড়দের কাছেও অনুপ্রেরণা।
আগামী ৩০ ও ৩১ অক্টোবর বেঙ্গালুরুতে আয়োজিত অনূর্ধ্ব-১৪ সর্বভারতীয় স্কুল স্পোর্টসে ১০০ মিটার দৌড়ে অংশ নেবে অভিজ্ঞা। এলাকার মানুষও এই খবরে ভীষণ খুশি। তারা বিশ্বাস করেন, অভিজ্ঞা জাতীয় স্তরে নতুন ইতিহাস তৈরি করবে। ইতিমধ্যেই তার নাম ছড়িয়ে পড়েছে জেলার সীমানা পেরিয়ে।
আরও পড়ুনঃ রোহিত-বিরাটের পর অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার! থামল ২৫ বছরের যাত্রা
গ্রামবাংলার মেয়েরা যে প্রতিভা ও পরিশ্রমের দিক থেকে কোনও অংশে কম নয়, অভিজ্ঞা সাউ তারই এক উজ্জ্বল উদাহরণ। ছোটবেলায় অর্জিত এই সাফল্য শুধু পরিবারের নয়, গোটা জেলার গর্ব। জাতীয় স্তরে পদক জয়ের মাধ্যমে অভিজ্ঞা যদি আরও একবার সকলকে তাক লাগাতে পারে, তবে তা হবে সত্যিই অনন্য কৃতিত্ব।






