এদিন অনুশীলনের শুরুতে কুশ-দীপদের পায়ের বদলে হাত দিয়ে ফুটবল খেলালেন কোচ। ওই ‘গ্যালিক ফুটবল’ আর কী!
আসলে গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে বেশ অগোছাল দেখিয়েছিল ইস্ট বেঙ্গলকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়াতেই অনুশীলনের শুরুটা এভাবেই করান কেরল কোচ। পাশাপাশি উইং প্লে’তে জোর দিলেন বিনো। ছোট ছোট পাস খেলে দু’প্রান্ত দিয়ে আক্রমণ শানাতে দেখা গেল আমন, লিজোদের। তবে নিয়াস, কুশদের ভেদশক্তির অভাব চিন্তা বাড়াচ্ছে কোচের।
advertisement
দলের অনুশীলনে এদিন সার্থক গোলুই ছাড়া কোনও সিনিয়র প্লেয়ার ছিলেন না। শৌভিক চক্রবর্তী গত ম্যাচে চোট নিয়েই খেলেছিলেন। কার্ড সমস্যায় জন্য নেই তুহিন দাস ও সঞ্জীব ঘোষ। তবে সূত্রের খবর, সিনিয়র দলের তিন ফুটবলার মহম্মদ রাকিপ, গুরসিমরৎ গিল ও গুইতেকে বৃহস্পতিবার স্কোয়াডে রাখা হবে।
মাঝমাঠে দীপ সাহা, আমন ও লিজোর পাশে শুরু করতে পাবেন ভারতীয় যুব দলে নজরকাড়া গুইতে। আপফ্রন্টে কুশ ও অভিষেক। রক্ষণভাগে সার্থক গোলুই, শুভেন্দু মান্ডি সঙ্গে থাকবেন রাকিপ ও গিল। গত ম্যাচে গোলরক্ষক নিশাদের ভুলেই জয় হাতছাড়া হয়েছিল ইস্ট বেঙ্গলের।
তবে আদিত্য পাত্র এখনও পুরোপুরি সুস্থ নন। ১৯৫৮ সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিকে ব্যানার্জির ইস্টার্ন রেল।প্রথম জয়ের খোঁজে নামবে প্রশান্ত চক্রবর্তীর প্রশিক্ষণাধীন দল। এখনও পর্যন্ত চার ম্যাচের তিনটিতে হেরেছে তারা। একটি ড্র।