TRENDING:

East Bardhaman News: ৬৫ পেরিয়েও থেমে নেই, আবার তিনটি স্বর্ণপদক জয় কাটোয়ার অজয় কুমার মণ্ডলের

Last Updated:

East Bardhaman News: বয়স শুধু সংখ্যা! আন্তর্জাতিক মঞ্চে সোনার পদক জিতে কাটোয়ার নাম উজ্জ্বল করলেন ৬৫ বছরের শিক্ষক অজয় কুমার মণ্ডল। "ইচ্ছা থাকলে উপায় হয়" এই প্রবাদকে সত্যি করে দেখালেন কাটোয়া শহরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বয়স শুধু সংখ্যা! আন্তর্জাতিক মঞ্চে সোনার পদক জিতে কাটোয়ার নাম উজ্জ্বল করলেন ৬৫ বছরের শিক্ষক অজয় কুমার মণ্ডল। “ইচ্ছা থাকলে উপায় হয়” এই প্রবাদকে সত্যি করে দেখালেন কাটোয়া শহরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। প্রাণশক্তি ও মানসিক দৃঢ়তায় তিনি যেকোনও তরুণের কাছে এক উজ্জ্বল উদাহরণ। সম্প্রতি নেপালের পোখরায় অনুষ্ঠিত ইন্দো-নেপাল ইউথ গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ করে তিনটি স্বর্ণপদক জিতে সকলকে তাক লাগিয়ে দিলেন।
advertisement

৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার, এই তিনটি বিভাগেই প্রথম স্থান অধিকার করেছেন অজয় বাবু। নেপাল এবং ভারতের প্রায় ৩৫০ জন প্রতিযোগীর ভিড়ে তিনিই ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তাঁর এই সাফল্যে শুধু কাটোয়া নয়, গর্বিত গোটা পূর্ব বর্ধমান। অজয় বাবু বলেন,”নিয়মিত এখনও শরীরচর্চা করি, প্রায় ৩৬৫ দিনই মাঠে যাই। সম্প্রতি নেপালে গিয়েছিলাম সেখানেও তিনটে বিভাগেই প্রথম হয়ে সোনা জিতেছি, নিজেরই বেশ ভাল লাগছে।”

advertisement

অজয় মণ্ডল দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কিন্তু অবসর গ্রহণ মানে জীবনের গতি থেমে যাওয়া, এটা তিনি কখনই মানেন না। প্রতিদিন ভোরে উঠে নিয়ম করে শরীরচর্চা করেন, নিজেকে তৈরি রাখেন প্রতিযোগিতার জন্য। এর আগেও তিনি একাধিক দেশে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রতিবারই প্রমাণ করেছেন বয়স কোনও বাঁধা নয়, মন থেকে চাইলে কোনও কিছুই অসম্ভব নয়।

advertisement

আরও পডুনঃ IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! ‘অধিনায়ক’ হলেন নীতিশ রেড্ডি

View More

তিনি আরও বলেন,”যতদিন শরীর সঙ্গ দেবে ঠিক ততদিন আমি এই শরীরচর্চা চালিয়ে যাব। মাঠে না গেলে আমার শরীর ঠিক থাকেনা।” আজ তাঁর এই অসাধারণ জয় আরও অনেকের জন্য হয়ে উঠছে অনুপ্রেরণার বাতিঘর। সমাজে বয়স নিয়ে তৈরি হওয়া সীমাবদ্ধতার দেওয়াল ভেঙে দিয়ে তিনি দেখিয়ে দিলেন, সফলতার জন্য প্রয়োজন শুধু সাহস, নিষ্ঠা আর অনবরত পরিশ্রম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/খেলা/
East Bardhaman News: ৬৫ পেরিয়েও থেমে নেই, আবার তিনটি স্বর্ণপদক জয় কাটোয়ার অজয় কুমার মণ্ডলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল