৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার, এই তিনটি বিভাগেই প্রথম স্থান অধিকার করেছেন অজয় বাবু। নেপাল এবং ভারতের প্রায় ৩৫০ জন প্রতিযোগীর ভিড়ে তিনিই ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তাঁর এই সাফল্যে শুধু কাটোয়া নয়, গর্বিত গোটা পূর্ব বর্ধমান। অজয় বাবু বলেন,”নিয়মিত এখনও শরীরচর্চা করি, প্রায় ৩৬৫ দিনই মাঠে যাই। সম্প্রতি নেপালে গিয়েছিলাম সেখানেও তিনটে বিভাগেই প্রথম হয়ে সোনা জিতেছি, নিজেরই বেশ ভাল লাগছে।”
advertisement
অজয় মণ্ডল দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কিন্তু অবসর গ্রহণ মানে জীবনের গতি থেমে যাওয়া, এটা তিনি কখনই মানেন না। প্রতিদিন ভোরে উঠে নিয়ম করে শরীরচর্চা করেন, নিজেকে তৈরি রাখেন প্রতিযোগিতার জন্য। এর আগেও তিনি একাধিক দেশে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রতিবারই প্রমাণ করেছেন বয়স কোনও বাঁধা নয়, মন থেকে চাইলে কোনও কিছুই অসম্ভব নয়।
আরও পডুনঃ IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগেই পেলেন বড় সুখবর! ‘অধিনায়ক’ হলেন নীতিশ রেড্ডি
তিনি আরও বলেন,”যতদিন শরীর সঙ্গ দেবে ঠিক ততদিন আমি এই শরীরচর্চা চালিয়ে যাব। মাঠে না গেলে আমার শরীর ঠিক থাকেনা।” আজ তাঁর এই অসাধারণ জয় আরও অনেকের জন্য হয়ে উঠছে অনুপ্রেরণার বাতিঘর। সমাজে বয়স নিয়ে তৈরি হওয়া সীমাবদ্ধতার দেওয়াল ভেঙে দিয়ে তিনি দেখিয়ে দিলেন, সফলতার জন্য প্রয়োজন শুধু সাহস, নিষ্ঠা আর অনবরত পরিশ্রম।
বনোয়ারীলাল চৌধুরী