কুমিতেতে, ৬৩ কেজি বিভাগে রাজ্যের হয়ে খেলার যোগ্যতা অর্জন করে ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশ গ্রহণ করেছিল ঈশান। তাতে অন্য রাজ্যকে হারিয়ে রুপোর পদক জয়লাভ করে সে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসের ২৭ থেকে ২৯ তারিখ, বিহার, পাটনাতে।
আরও পড়ুন- নিজের চোখে তো অনেক দেখলেন, এবার দার্জিলিং দেখুন ৭০০০ফিট ওপর থেকে
advertisement
ঈশানের কোচ সেনসাই উজ্জ্বল কান্তি হেমব্রম বলেন, “ছাত্রের সাফল্যে আমি খুশী। রাজ্যে ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশন এর মত মোট পাঁচটি জোন আছে। জোনে চ্যাম্পিয়ন হয়ে যারা সোনা অথবা রুপোর মেডেল অর্জন করে,তারা ন্যাশনাল খেলায় সুযোগ পায়। ঈশানও এর পর দিল্লী যাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।”
আরও পড়ুন- বড়দিন উপলক্ষে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজে উঠবে শহর! দেখুন প্রস্তুতি…
ঈশানের মা নমিতা হেমব্রম বলেন, “ছেলের এই সাফল্যে আমি গর্বিত। সাত বছর ধরে ছেলে প্র্যাকটিস করছে কাটজুরিডাঙ্গা সরস্বতী ক্লাবে, ক্লাস কখনওই বন্ধ করেনি ও যখনই প্র্যাকটিস করতে বলি তখনই প্র্যাকটিস করে।” ঈশান যে অর্গানাইজেশনে প্র্যাকটিস করে তার নাম (গ্লোবাল শতোকান ক্যারাটে এসোসিয়েশন অফ বাঁকুড়া)। ঈশানের দিল্লীতে খেলা আছে ১৩ ডিসেম্বর। যার জন্য চলছে জোর প্রস্তুতি।
নীলাঞ্জন ব্যানার্জী





