হেরে সফর শেষ করার পর স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারত এদিন প্রথমে ব্যাট করে ১৯০ রান তুলেছিল ৷ যা একেবারেই জয়ের জন্য যথেষ্ট ছিল না বলে মনে করেন ভারত অধিনায়ক ৷ সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, ‘‘ আমরা আরও ২৫-৩০ রান যোগ করতে পারতাম। ২৩০ রানের টার্গেট ছিল। ফিল্ডিংয়েও আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে না পারলে আমাদের জেতারও অধিকার নেই।’’
advertisement
ওয়েস্ট ইন্ডিজ ওপেনার লুইস সেঞ্চুরি করলেও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেই এদিন একজনও কেউ পঞ্চাশের গণ্ডী টপকাতে পারেননি ৷ দলের সর্বোচ্চ রান দীনেশ কার্তিকের ৷ ২৯ বলে ৪৮ রান করেন তিনি ৷ অনেক বল নষ্ট করে ৩৫ বলে ৩৮ রান করেন এই ম্যাচে সুযোগ পাওয়া ঋষভ পন্থ ৷ অন্তত ২০-৩০ রান এদিন কম হয়েছে বলেই মনে করেন কোহলি ৷ পাশাপাশি এদিন ফিল্ডিংও খুব খারাপ হয়েছে ভারতীয়দের ৷ অধিনায়ক বিরাট বলেন, ‘‘ আমরা বোলিংও ভাল শুরু করতে পারিনি। ফিল্ডিংও খারাপ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েক বছর ধরে একই দল ধরে রেখেছে। আমরা পরীক্ষা-নিরিক্ষার মধ্যে রয়েছি যেখানে এই ওঠাপড়াটা থাকবে। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’’