TRENDING:

এক বাঙালির কাছে ছিল ডন ব্র্যাডম্যানের টুপি! নিলামে কত টাকা উঠল জানেন? চমকে যাবেন

Last Updated:

Don Bradman cap- অনেকেরই হয়তো মনে নেই, ১৯৪৭-৪৮ সালে স্বাধীন ভারত প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় ব্র্যাডম্যান যেই টুপি পরেছিলেন সেটির নিলাম হল অস্ট্রেলিয়ার সিডনিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ছিলেন তিনি। স্যার ডন ব্যাডম্যান। এবার তাঁর পরনের টুপি নিলামে উঠল।
News18
News18
advertisement

অনেকেরই হয়তো মনে নেই, ১৯৪৭-৪৮ সালে স্বাধীন ভারত প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় ব্র্যাডম্যান যেই টুপি পরেছিলেন সেটির নিলাম হল অস্ট্রেলিয়ার সিডনিতে। ২ কোটি টাকায় বিক্রি হয়ে গেল সেই ‘ব্যাগি গ্রীন’ টুপি।

ভারতের ওই সফরে টিম ম্যানেজার পঙ্কজ পিটার গুপ্তাকে সেই টুপি উপহার হিসেবে দিয়েছিলেন ব্র্যাডম্যান। পরে উইকেটকিপার প্রবীর কুমার সেনকে সেটি দিয়েছিলেন টিম ম্যানেজার। ২০০৩ সালে সেটি ফিরিয়ে নেন টুপির পুরনো মালিক। ২০১০ সাল পর্যন্ত সেই টুপি লোনে রাখা হয়েছিল ব্র্যাডম্যান মিউজিয়ামে।

advertisement

আরও পড়ুন- ফের প্রকাশ্যে সচিন-কাম্বলি জুটি! কাম্বলি গাইলেন গান, হাততালি দিলেন তেন্ডুলকর

ওই টুপি ২ লক্ষ ৪৫ হাজার পাউন্ডের বিনিময় কিনে নেন এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। সেটির ভারতীয় মূল্য প্রায় ২.০৩ কোটি টাকা। ৭১৫ রানের সাক্ষী সেই টুপি। অস্ট্রেলিয়া সেবার ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল। ওই সিরিজে নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের শততম শতরান করেছিলেন ব্র্যাডম্যান।

advertisement

আরও পড়ুন- পিঙ্ক বল টেস্টের আগে বড় ধাক্কা অজি শিবিরে! এই নিয়ে চোটের কবলে ৩ অজি তারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডন ব্র্যাডম্যান ২দশক ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে খেলেছিলেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯৪৯ সালে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘নাইট’ উপাধি পেয়েছিলেন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে ৬৯৯৬ রান করেন তিনি। তাঁর ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এখনও পর্যন্ত কেউ এই ব্যাটিং গড় ছুঁতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে আজও তাঁর কথা মনে রেখেছেন অনেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
এক বাঙালির কাছে ছিল ডন ব্র্যাডম্যানের টুপি! নিলামে কত টাকা উঠল জানেন? চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল