Sachin Tendulkar-Vinod Kambli: ফের প্রকাশ্যে সচিন-কাম্বলি জুটি ! কাম্বলি গাইলেন গান, হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার

Last Updated:

Sachin-Kambli Spotted Together: একসময় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। তারপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকা ক্রিকেটারকে। দীর্ঘ বছর পর নিজের দুই প্রিয় ছাত্রকে মেলেলেন গুরু আচরেকর।

দীর্ঘদিন পর ফের এক মঞ্চে সচিন-কাম্বলি
দীর্ঘদিন পর ফের এক মঞ্চে সচিন-কাম্বলি
মুম্বই: ফের প্রকাশ্যে একই মঞ্চে দেখা গেল সচিন-কাম্বলি জুটিকে ৷ বলা বাহুল্য, দীর্ঘদিন বাদেই দেখা গেল এই দৃশ্য ৷ সচিন-কাম্বলিকে আবার মেলালেন তাঁদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকর। তাঁর একটি স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কোচ আচরেকরের দুই প্রিয় ছাত্র। মঞ্চের এক ধারে বসে ছিলেন কাম্বলি। তাঁর সঙ্গে নিজে এগিয়ে গিয়ে কথা বলেন সচিন।
দু’জনেই এসেছিলেন অনুষ্ঠানে। কাম্বলির হাত ধরে বেশ কিছু ক্ষণ কথা বলেন সচিন। অনুষ্ঠানে একটি পুরনো হিন্দি ছবির গানও করেন বিনোদ কাম্বলি ৷ ‘সর জো তেরা চকরায়ে, এয়া দিল ডুবা জায়ে…’ গানে অনুষ্ঠান মাতিয়ে দেন তিনি ৷ ছোটবেলার বন্ধুর গান শুনে হাততালি দিতেও দেখা যায় সচিনকে ৷ দু’জনের কথা বলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
advertisement
কিছু দিন আগে কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছিল, প্রাক্তন ক্রিকেটার ঠিক মতো হাঁটতেই পারছেন না। দেখে ভালমতোই অসুস্থ মনে হয়েছিল কাম্বলিকে।  ক্রিকেট খেলা দুই বন্ধুর একসঙ্গে শুরু হলেও অনেক আগেই হারিয়ে যান কাম্বলি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভাল করলেও নিজেকে ধরে রাখতে পারেননি তিনি।
advertisement
একসময় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। তারপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকা ক্রিকেটারকে। দীর্ঘ বছর পর নিজের দুই প্রিয় ছাত্রকে মেলেলেন গুরু আচরেকর।
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar-Vinod Kambli: ফের প্রকাশ্যে সচিন-কাম্বলি জুটি ! কাম্বলি গাইলেন গান, হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement