TRENDING:

Sports Development: জেলা পেল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার পরিকাঠামো, হবে ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি!

Last Updated:

Sports Development: জেলা পেল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার পরিকাঠামো, হবে ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির জন্য নানা উদ্যোগ ও উৎসাহ জোগালেও জেলার ক্রীড়া পরিকাঠামোর অভাবে টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের মতো খেলাগুলি দীর্ঘদিন ধরেই কিছুটা পিছিয়ে ছিল। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এবার জেলায় টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। মধ্যমগ্রামে শুরু হল বিশেষ ক্রীড়া অ্যাকাডেমি, যেখানে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের খেলোয়াড়দের পাশাপাশি দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। জীবনদীপ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপে চালু হয়েছে এই অ্যাকাডেমি।
advertisement

অ্যাকাডেমির নামকরণ করা হয়েছে ‘অঞ্জলি চন্দ্র স্মৃতি টেবিল টেনিস অ্যাকাডেমি’ ও ‘স্বদেশ ভূষণ চন্দ্র স্মৃতি ব্যাডমিন্টন অ্যাকাডেমি’। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকাডেমির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস এবং রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ।উদ্বোধনী মঞ্চ থেকে রথীন ঘোষ একপ্রকার স্বীকার করে নেন যে জেলায় এই দুই খেলায় পরিকাঠামোর অভাব ছিল।

advertisement

আরও পড়ুন – Katwa Kids Perform In Karate: ক্যারাটেতে কামাল কাটোয়ার ছেলে-মেয়েদের, জাপানি কিংবদন্তির সামনে দক্ষতার প্রদর্শন

তিনি আশা ব্যক্ত করে বলেন, এই অ্যাকাডেমির মাধ্যমে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে এবং আগামী দিনে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তিনি অ্যাকাডেমির সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদরাও জানান, বর্তমান প্রতিযোগিতার যুগে পড়াশোনার চাপে অনেক শিশুই খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় পায় না।

advertisement

তবে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মধ্য দিয়েও যে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব, সেই বার্তাই তাঁরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক স্তরের একাধিক খেলোয়াড়ের উপস্থিতি অ্যাকাডেমির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। মৌমা দাস নিজেও এই অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেবেন বলেও জানান। ফলে আগামী দিনে মধ্যমগ্রামসহ জেলার বিস্তীর্ণ এলাকার টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলায় আগ্রহী খেলোয়ারদের এই প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দায়িত্ব অনেক! সিভিকের ডিউটি করে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বর্ষা ঘোড়াই
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sports Development: জেলা পেল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার পরিকাঠামো, হবে ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল