অ্যাকাডেমির নামকরণ করা হয়েছে ‘অঞ্জলি চন্দ্র স্মৃতি টেবিল টেনিস অ্যাকাডেমি’ ও ‘স্বদেশ ভূষণ চন্দ্র স্মৃতি ব্যাডমিন্টন অ্যাকাডেমি’। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকাডেমির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস এবং রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ।উদ্বোধনী মঞ্চ থেকে রথীন ঘোষ একপ্রকার স্বীকার করে নেন যে জেলায় এই দুই খেলায় পরিকাঠামোর অভাব ছিল।
advertisement
তিনি আশা ব্যক্ত করে বলেন, এই অ্যাকাডেমির মাধ্যমে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে এবং আগামী দিনে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তিনি অ্যাকাডেমির সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদরাও জানান, বর্তমান প্রতিযোগিতার যুগে পড়াশোনার চাপে অনেক শিশুই খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় পায় না।
তবে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মধ্য দিয়েও যে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব, সেই বার্তাই তাঁরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক স্তরের একাধিক খেলোয়াড়ের উপস্থিতি অ্যাকাডেমির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। মৌমা দাস নিজেও এই অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেবেন বলেও জানান। ফলে আগামী দিনে মধ্যমগ্রামসহ জেলার বিস্তীর্ণ এলাকার টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলায় আগ্রহী খেলোয়ারদের এই প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ গুরুত্ব পেতে চলেছে।
Rudra Narayan Roy





