TRENDING:

MI vs PBKS match : ব্রেভিস, সূর্যের লড়াই ব্যর্থ! আইপিএলের টানা পঞ্চম হার মুম্বই ইন্ডিয়ান্সের

Last Updated:

Mumbai Indians suffers defeat against Punjab Kings in IPL 2022. ব্রেভিস, সূর্যের লড়াই ব্যর্থ! আইপিএলের টানা পঞ্চম হার মুম্বই ইন্ডিয়ান্সের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব কিংস -১৯৮/৫
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ব্যাট করলেন ব্রেভিস এবং সূর্য কুমার
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ব্যাট করলেন ব্রেভিস এবং সূর্য কুমার
advertisement

মুম্বই ইন্ডিয়ান্স - ১৮৬/৯

পঞ্জাব কিংস জয়ী ১২ রানে

#পুনে: প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস অধিনায়ক ময়ঙ্ক আগারওয়াল ( ৫২), শিখর ধাওয়ান ( ৭০) এবং জিতেশ শর্মা (৩০) বিশাল রান তোলে। প্রায় ২০০ রান লক্ষ্যমাত্রা নিয়ে নামেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। কিন্তু ১৬ বলে ২৮ করে ফিরে গেলেন রাবাডার বাউন্স সামলাতে না পেরে। ঈশান সম্পূর্ণ ব্যর্থ (৩)। মনে হচ্ছিল পঞ্চম হারের মুখে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স।

advertisement

কিন্তু পাল্টা লড়াই শুরু করলেন ব্রেভিস এবং তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকান ব্রেভিস দেখালেন কেন তাকে ভবিষ্যতে সুপারস্টার বলা হচ্ছে। বেবি এবি রাহুল চাহারকে একটি ওভারে ২৯ রান নিলেন। মারলেন চারটি ছক্কা। ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যেতে থাকলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। তাকে যোগ্য সহায়তা করলেন তিলক। তবে ভাগ্য খারাপ ব্রেভিসের। ২৫ বলে ৪৯ করে আউট হলেন। মিস করলেন অর্ধশতরান।

advertisement

সূর্য কুমার যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন তিলক বর্মা (৩৬)। এখান থেকে কঠিন হলেও ম্যাচটা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের নিয়ন্ত্রণে। কারণ উইকেটে ছিলেন সূর্য এবং পোলার্ড। আইপিএলের আসরে পাঁচবারের খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু প্রতিযোগিতার পঞ্চদশ সংস্করণে উল্টো ছবি দেখা যাচ্ছিল।

advertisement

চারটি ম্যাচ খেলার পরেও জয়ের মুখ দেখতে পায়নি রোহিত শর্মা-ব্রিগেড। বুধবার মুম্বই মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংসের। প্লে-অফের দৌড়ে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনাকে জাগিয়ে রাখতে এই ম্যাচ জেতা তাদের পক্ষে খুবই জরুরি ছিল। কিন্তু মুম্বই দলের পারফরম্যান্স দেখে হতাশ ক্রিকেট মহল। দুই তারকা রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাহ একেবারেই ছন্দে নেই।

advertisement

রোহিত যেখানে চার ইনিংসে করেছেন ৮০ রান, সেখানে বুমরাহর ঝুলিতে জমা পড়েছে মাত্র তিনটি উইকেট। ধারাবাহিকতার বড় অভাব লক্ষ্য করা যাচ্ছে কিয়েরন পোলার্ডের পারফরম্যান্সেও। তবে ওপেনার ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ব্যাটিংয়ের যাবতীয় দুর্বলতা ঢাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

পক্ষান্তরে, তৃতীয় জয়ের খোঁজে নেমেছিল পঞ্জাব কিংস। যদিও গত ম্যাচে তারা হেরেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা নতুন বলে রোহিত, ঈশানদের পরীক্ষা নিতে তৈরি ছিলেন। স্পিনের জাদু দেখাচ্ছেন রাহুল চাহার। নজর ছিল তরুণ পেসার অর্শদীপ সিংয়ের উপরেও।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পোলার্ড রান আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে গেলেন সূর্য কুমার যাদব। বৈভব অরোরার একটি ওভারে দুটি ছক্কা মেরে ব্যবধান কমালেন। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান।কিন্তু রাবাডার বলে মারতে গিয়ে সূর্য কুমার যাদব (৪৩) ক্যাচ দিলেন ওডিন স্মিথের হাতে। এখানেই নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম হার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs PBKS match : ব্রেভিস, সূর্যের লড়াই ব্যর্থ! আইপিএলের টানা পঞ্চম হার মুম্বই ইন্ডিয়ান্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল