TRENDING:

Deepti Sharma : 'ডিএসপি শর্মা'! বিশ্বকাপ ফাইনালের নায়িকা খেলতেন বাংলার হয়েই! বাংলা ছেড়ে কেন চলে গেলেন দীপ্তি!

Last Updated:

Deepti Sharma : ডিএসপি। ভারতীয় ক্রিকেটে এই পদ নিয়ে প্রচুর চর্চা হয়। কারণ মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই তারকা পেসার পুলিশে এই পদেই দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনি ছাড়াও আরেকজন ক্রিকেটার ডিএসপি পদে রয়েছেন। তিনি দীপ্তি শর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ঠিক যেন ২০১১ বিশ্বকাপ! সেবারও এক দুরন্ত অলরাউন্ডার ম্যান অফ দ্য হয়েছিলেন। সেবারের নায়ক ছিলেন যুবরাজ সিং, এবার দীপ্তি শর্মা। দুজনেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
News18
News18
advertisement

ডিএসপি। ভারতীয় ক্রিকেটে এই পদ নিয়ে প্রচুর চর্চা হয়। কারণ মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই তারকা পেসার পুলিশে এই পদেই দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনি ছাড়াও আরেকজন ক্রিকেটার ডিএসপি পদে রয়েছেন। তিনি দীপ্তি শর্মা।

এবার বিশ্বকাপে তাঁর দাপুটে পারফরম্যান্স সবার নজর কেড়েছে। বিশ্বকাপ জিতেছে ভারত। আর তার পর দীপ্তি শর্মা কে, তা খুঁজতে নেমেছেন অনেক ক্রিকেট সমর্থক। ফাইনালের নায়িকা তিনি। ৫৮ রান, তার সঙ্গে ৫ উইকেট। একেই হয়তো বলে চ্যাম্পিয়ন্স লাক! তিনি ফাইনালে নামলেন, এমন পারফর্ম করলেন, তাঁর নামের সঙ্গে বাংলার নামও জুড়ে গেল।

advertisement

দীপ্তি শর্মা কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বাংলার হয়েই। আদতে উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তির যোগ রয়েছে বাংলার ক্রিকেটের সঙ্গে। ২০১৮ সাল থেকে খেলেন বাংলার হয়ে। তবে এমন তারকা ক্রিকেটারকে বাংলার ক্রিকেটে রেখে দেওয়া গেল না! গত বছর উত্তরপ্রদেশ সরকার তাঁকে পুলিশের ডিএসপি পদে চাকরি দেয়। ২০২৪ সালেই বাংলা ছেড়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন তিনি।

advertisement

আরও পড়ুন- অমল মজুমদার, মেয়েদের বিশ্বজয়ী দলের কোচ কি বাঙালি? ৩৭ বছর আগে তাঁর সঙ্গে যা হয়েছিল…

সেরা ভিডিও

আরও দেখুন
'শস্য ভাণ্ডারে' ঘূর্ণিঝড়ের ধাক্কা! অনিশ্চতায় সুগন্ধি ধান, বিপুল লোকসানের আশঙ্কা
আরও দেখুন

দীপ্তি আগ্রার মেয়ে। বাবা ও মা দুজনেই সরকারী চাকরি করেন। বাবা রেলে, মা শিক্ষিকা। ৯ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। বাংলাকেও মহিলাদের একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে তুলতে দীপ্তির অবদান ছিল। তবে এখন আর বাংলার ক্রিকেটের সঙ্গে তাঁর যোগ নেই। বিশ্বকাপে ২০০ প্লাস রান, ২২টি উইকেট। এমন ক্রিকেটার এখন উত্তরপ্রদেশের ক্রিকেটে আলো ছড়াচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Deepti Sharma : 'ডিএসপি শর্মা'! বিশ্বকাপ ফাইনালের নায়িকা খেলতেন বাংলার হয়েই! বাংলা ছেড়ে কেন চলে গেলেন দীপ্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল