TRENDING:

৩ বছর আগে দেওয়া কথা রাখলেন হরমন-স্মৃতি! চোখের জলে জানালেন গর্বিত ঝুলন

Last Updated:

Indian Women Cricket Team: ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে ২ নভেম্বর সোনালি অধ্যায় রচিত হয়েছে। নবি মুম্বইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে ২ নভেম্বর সোনালি অধ্যায় রচিত হয়েছে। নবি মুম্বইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। এই ঐতিহাসিক জয়ের পর সমগ্র দেশজুড়ে শুরু হয়েছে উদযাপন, আর মাঠে-বাইরে আবেগঘন দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেটবিশ্ব।
News18
News18
advertisement

ফাইনাল শেষে অধিনায়ক হরমানপ্রীত কউর ও সহ-অধিনায়িক স্মৃতি মন্ধানা ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে ডাকেন তাদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেওয়ার জন্য। তাদের কেরিয়ারে অধরা থাকা বিশ্বকাপও লিফট করেন দুই প্রাক্তন তারকা। হরমন-স্মৃতিদের হাত ধরে তাদের স্বপ্নপূরণ হওয়ায় আবেগে ভাসেন ঝুলন ও মিতালি।

দুই প্রাক্তন তারকার চোখে জল, মুখে গর্বের হাসি। ভারতীয় মহিলা ক্রিকেটের এক যুগান্তকারী মুহূর্তের প্রতীক হয়ে ওঠে সেই দৃশ্য। স্টার স্পোর্টসে ঝুলন গোস্বামী জানান এক অজানা তথ্য। বলেন, “২০২২ সালের বিশ্বকাপ ব্যর্থতার রাতে হরমন ও স্মৃতি তাঁর রুমে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরেরবার আমরা আপনার জন্য ট্রফি জিতব।”

advertisement

ঝুলনের সেই স্মৃতিচারণ যেন মিশে গেল এই বিজয়ের আবেগে। ম্যাচ শেষে হরমন ও স্মৃতি তাঁকে জড়িয়ে ধরে বলেন, “দিদি, এটা আপনার জন্য।” সেই কথায় ভেসে ওঠে শুধু এক প্রাক্তন খেলোয়াড়ের নয়, বরং এক প্রজন্মের স্বপ্নপূরণের আনন্দ। ঝুলন বলেন, “অবশেষে ওরা প্রতিশ্রুতি রাখল, তাই আমরা সবাই এতটা আবেগাপ্লুত।”

advertisement

আরও পড়ুনঃ কোচের পায়ে ছুঁয়ে নিলেন আশীর্বাদ! কাছে টেনে নিলেন অমোল মজুমদার, মন ছুঁয়ে গেল মুহূর্ত

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

ভারতের এই জয় শুধু এক ট্রফি নয়, এটি নারী ক্রিকেটের এক নতুন সূচনা। মহিলা প্রিমিয়ার লিগের সাফল্যে যেভাবে মেয়েদের ক্রিকেট জনপ্রিয়তা পেয়েছে, এই বিশ্বকাপ জয়ের পর তা আরও গভীর হবে। সোমবারের সূর্যোদয়ের সঙ্গে ভারতীয় মেয়েদের ক্রিকেট শুধু একটি পেশা নয়, হয়ে উঠবে এক অনুপ্রেরণার প্রতীক— এমন এক স্বপ্ন, যা আজ বাস্তবে রূপ নিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
৩ বছর আগে দেওয়া কথা রাখলেন হরমন-স্মৃতি! চোখের জলে জানালেন গর্বিত ঝুলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল