TRENDING:

ICC Women's World Cup: বুধবারই মোদির সঙ্গে সাক্ষাৎ হরমনপ্রীতদের, বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Last Updated:

২০১৭ সালের সেই দিনটা মঞ্চ তৈরি ছিল, ১২৫ কোটি মিতালি-ঝুলনদের হাত ধরে দেশের মাটিতে প্রথম মহিলা বিশ্বকাপ ঘরে তোলার আশা করেছিলেন সেদিন হয়নি কিন্তু ৮ বছর বাদে আর ভুল করলেন না শাফালি-স্মৃতি-রিচরা৷ রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বধ করে মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বুধবার, অর্থাৎ, আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবে বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রধানমন্ত্রী তরফ থেকে ভারতীয় দলকে আমন্ত্রণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলেই মুম্বই থেকে দিল্লি যাবে ভারতীয় দলের ক্রিকেটারেরা। বিশ্বকাপ জিতলেও ভারতীয় দলকে নিয়ে কোনওরকম বিজয় মিছিল অর্থাৎ, ভিক্ট্রি প্যারেড অনুষ্ঠান করা হচ্ছে না। এদিন মুম্বই গেটের সামনে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত বিশ্বকাপ নিয়ে ফটোশুট করেন।
News18
News18
advertisement

২০১৭ সালের সেই দিনটা মঞ্চ তৈরি ছিল, ১২৫ কোটি মিতালি-ঝুলনদের হাত ধরে দেশের মাটিতে প্রথম মহিলা বিশ্বকাপ ঘরে তোলার আশা করেছিলেন সেদিন হয়নি কিন্তু ৮ বছর বাদে আর ভুল করলেন না শাফালি-স্মৃতি-রিচরা৷ রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বধ করে মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷

আরও পড়ুন: পুকুরে জাল ফেলছেন রাহুল! জেলেদের মাঝে কোমর জলে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বিহার রাজনীতির সূক্ষ্ম অঙ্ক

advertisement

মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

অধরা ট্রফি অবশেষে দেশে আসায় আবেগে ভেসেছেন ক্রিকেটাররা। ঐতিহাসিক জয়ের পর দেশ উৎসবের পরিবেশ। শুভেচ্ছার জোয়ারে ভাসছে হরমনপ্রীত কউরের দল। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অসংখ্য বিশিষ্টরা।

advertisement

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর নবান্নর, ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে ডিজিটাল স্ক্রিনিং! মন্ত্রিসভায় একাধিক বড় সিদ্ধান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
'শস্য ভাণ্ডারে' ঘূর্ণিঝড়ের ধাক্কা! অনিশ্চতায় সুগন্ধি ধান, বিপুল লোকসানের আশঙ্কা
আরও দেখুন

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৯৮ রান করেছিল। সর্বোচ্চ ৮৭ রান করছিলেন শেফালি ভার্মা। এছাড়া, হাফ সেঞ্চুরি করেছেন দীপ্তি শর্মা। উল্লেখযোগ্য অবদান রেখেছেন স্মৃতি মন্ধনা ও রিচা ঘোষ। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয়ে যায়। উলভার্ট সেঞ্চুরি করলেও তা কাজে আসেনি। দীপ্তি শর্মা সর্বোচ্চ ৫টি উইকেট নেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC Women's World Cup: বুধবারই মোদির সঙ্গে সাক্ষাৎ হরমনপ্রীতদের, বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল